রাখি সাওয়ান্তের জন্মদিন আজ

বলিউডে বিতর্কের আরেক নাম রাখি সাওয়ান্ত। আজ রাখির ৪২ বছরের জন্মদিন। এই অভিনেত্রীর মুখে না আছে কুলুপ, না আছে কোনও রাখ ঢাক। তিনি যা ভাবেন, তা-ই বলেন। সহকর্মী বন্ধুদের প্রশংসা হোক, বা প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা, সবেতেই সমান বেলাগাম রাখি।

এই তো, কদিন আগেই, কঙ্গনা যখন ভিক্ষে পাওয়া স্বাধীনতার মন্তব্য করলেন, হাসপাতাল থেকেই ভিডিও করে বসলেন রাখি। আর রাখির প্রেম জীবন তো সবসময় আলোচনায় থেকেছে। একবার তো বলেই ফেলেছিলেন রাহুল গান্ধী হ্যাঁ করলেই বিয়ে করার জন্য তৈরি তিনি।

পরে অবশ্য রীতেশ নামের এক এনআরআই কে মন দিয়ে ফেললেন রাখি, বিয়েও করলেন। বলিউডে সবাই বলেছিলেন এ সবই, রাখির মনগড়া গল্প। তবে শোনা যাচ্ছে বিগবস ১৫ এ রীতেশকে সামনে নিয়ে আসছেন রাখি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − nine =