আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) বুধবার শেরাটন বনানীতে ইফতারের পর তাদের মর্যাদাপূর্ণ নেটওয়ার্কিং সন্ধ্যার আয়োজন করেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ তার উপস্থিতির মাধ্যমে এই অনুষ্ঠানকে সম্মানিত করেছেন।
অনুষ্ঠানে ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
এ সময় অ্যামচ্যাম-এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, কোষাধ্যক্ষ আল-মামুন এম. রাসেল এবং নির্বাহী কমিটির সদস্য রাশেদ মুজিব নোমান, মো. মইনুল হক, মির্জা শজিব রায়হান ও নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে অ্যামচ্যামের সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ, চেম্বার অ্যাডভোকেটগণ ও নেতৃস্থানীয় সংস্থাগুলোর সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অ্যামচ্যাম প্রায় ৩০ বছর ধরে মার্কিন ব্যবসায়ী সম্প্রদায় ও বাংলাদেশ সরকারের মধ্যে সেতুবন্ধন স্থাপন করে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
এই নেটওয়ার্কিং সন্ধ্যা বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধি জন্য চেম্বারের প্রতিশ্রুতি তুলে ধরে দক্ষিণ এশিয়ার শীর্ষ বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশের আবেদনকে আরও জোরদার করেছে।
এই অনুষ্ঠানটি মার্কিন-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী করার জন্য নেটওয়ার্কিং সুযোগগুলোকে উৎসাহিত করবে এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য সহযোগিতা অন্বেষণ করবে।