রানির সম্মাননা পাচ্ছেন ড্যানিয়েল ক্রেইগ

ভিনদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কোন্নয়নে অবদান রাখায় ক্রেইগকে এ বছর সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেডেন্ট।রানি দ্বিতীয় এলিজাবেথের ২০২২ সালের সম্মাননা তালিকায় ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের নাম উঠে এসেছে, যে তালিকায় কোভিড মোকাবেলার সম্মুখযোদ্ধারাও স্থান পেয়েছেন।চলচ্চিত্র ও মঞ্চে বিশেষ অবদান রাখা ৫৩ বছর বয়সী এই অভিনেতা ২০০৬ সাল থেকে জেমস বন্ডের ভূমিকা রূপায়ন করছেন।

ক্রেইগকে ‘অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ’ উপাধি দেওয়া হবে, যেই উপাধিতে তাকে জেমস বন্ড সিরিজের সিনেমাতেও সম্মাননা দেওয়া হয়েছে।জেমস বন্ড সিরিজের সর্বশেষ সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পেয়েছে গত সেপ্টেম্বরে। এর আগে সিনেমাটির মুক্তির কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা বারবার পিছিয়ে যায়।

ব্রিটিশ রানির ২০২২ সালের সম্মাননা তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে ৩১ ডিসেম্বর তা ফাঁস হয়ে গেছে।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + thirteen =