রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও মারা গেছেন

ইটিভি নেটওয়ার্ক এবং ভারতের প্রসিদ্ধ রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও মারা গেছেন। আজ শনিবার হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেলে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের কারণে রামোজি রাওকে তাঁর রামোজি ফিল্ম সিটি বাসভবন থেকে নানকরামগুড়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

রামোজি রাওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে রামোজি রাওয়ের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘রামোজি রাওয়ের চলে যাওয়া খুবই দুঃখজনক। তিনি একজন ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। সংবাদজগৎ ও চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। উদ্ভাবন ও শ্রেষ্ঠত্বের এক ভিন্ন মানদণ্ড স্থাপন করেছিলেন তিনি।’

মোদি আরও লিখেছেন, ‘ভারতের উন্নয়ন নিয়ে রামোজি রাও অত্যন্ত আগ্রহী ছিলেন। আমি সৌভাগ্যবান তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। তাঁর থেকে জ্ঞান আহরণ করেছি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। এই কঠিন সময়ে আমি তাঁদের পাশে রয়েছি।’

বর্ষীয়ান বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। তেলুগু মিডিয়া ও সংবাদমাধ্যমে তাঁর উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।’

রামোজি রাও একজন ছিলেন খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান ছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।

রামোজি রাওয়ের মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। যেখানে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 5 =