রাশিয়ার একীভূত এনার্জি সিস্টেমে যুক্ত হলো আরও একটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট

কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-২ (কুরস্ক এনপিপি-২) এর প্রথম ইউনিট ২০২৫ সালের ৩০ ডিসেম্বর সফলভাবে রাশিয়ার ইউনিফায়েড এনার্জি সিস্টেমে সংযুক্ত হয়েছে। এটি দেশটির পারমাণবিক বিদ্যুৎ উন্নয়ন কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়া বর্তমানে তাদের জাতীয় এনার্জী মিক্সে পরমাণু বিদ্যুতের অংশ ২০ থেকে ২৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে।

নতুন এই ইউনিটে প্রথমবারের মতো উন্নত ভিভিইআর–টিওআই রিয়্যাক্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ১ হাজার ২৫০ মেগাওয়াট ইন্সটল্ড ক্যাপাসিটি সমৃদ্ধ ইউনিটটি রোসাটম পরিচালিত বিদ্যুৎ ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী।

প্রাথমিক বিদ্যুৎ উৎপাদন শুরুর ধাপে ইউনিটটির সক্ষমতা ধীরে ধীরে ৩৫ থেকে ৪০ শতাংশে উন্নীত করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় নেওয়া হবে। বর্তমানে যন্ত্রপাতি ও বিভিন্ন সিস্টেমের বিস্তৃত পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। কুরস্ক এনপিপি-২ এর প্রথম ইউনিটের পূর্ণাঙ্গ কমিশনিং ২০২৬ সালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানান যে, রুশ সরকার ২০২৪ সালের ৩০ ডিসেম্বর ২০৪২ সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো সম্প্রসারণের একটি সাধারণ পরিকল্পনা অনুমোদন করেছে। এই পরিকল্পনার আওতায় ৩৮টি বিভিন্ন ধরণের বিদ্যুৎ ইউনিট নির্মাণের কথা রয়েছে।

কুরস্ক এনপিপি-২ এর প্রথম ইউনিটের ‘ফার্স্ট কংক্রিট’ ঢালাইয়ের কাজ ২০১৮ তে শুরু হয়। নকশা অনুযায়ী ইউনিটটি সর্বোচ্চ ১০০ বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 4 =