রাশি খান্নার জন্মদিন আজ

বলিউড, তেলেগু ও তামিল অভিনেত্রী রাশি খান্নার জন্মদিন আজ। সামাজিক মাধ্যমে অসংখ্য ভক্তর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ সুন্দরী। ১৯৯০ সালের ৩০ নভেম্বর ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি মডেলিং করতেন।

‘মাদ্রাজ ক্যাফে’ দিয়ে বলিউডে অভিষেক হয় রাশি খান্নার। ২০১৪ সালে তেলেগু ছবি ‘ওহালু গুসা গুসালেড’-এ অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। ‘জয় লাভা কুসা’ ছবিতে তিনি তাঁর শক্তিমত্তা দেখিয়েছেন। তাঁর তামিল ছবি ‘ইমাইক্কা নদিগাল’ ব্যাপক সাফল্য পায়।

ফ্যাশন সচেতন রাখি খান্না যে অনুষ্ঠানেই অংশগ্রহণ করুন না কেন, পোশাকের বৈচিত্র্য থাকে তাঁর। পণ্য উদ্বোধন বা পুরস্কার বিতরণের রাতে তিনি যেন দেবীরূপে আবির্ভূত হন। তাঁর স্টাইল অনুসরণ করেন অনেকেই।

এ পর্যন্ত ২০টির বেশি ছবিতে অভিনয় করেছেন রাশি খান্না। ‘জোরু’, ‘জিল’, ‘শিবম’, ‘বেঙ্গল টাইগার’, ‘সুপ্রিম’, ‘হাইপার’, ‘রাজা দ্য গ্রেট’সহ বেশ কয়েকটি হিট তেলেগু ছবি আছে তাঁর ঝুলিতে। এ ছাড়া মালয়ালাম ছবি ‘ভিলেন’-এও অভিনয় করেছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × one =