রিজওয়ানের রেকর্ড দখলে নিলেন পুরান

টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটার নিকোলাস পুরান।

চলতি বছর এখন পর্যন্ত ৬৬ ম্যাচের ৬৫ ইনিংসে ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২০৫৯ রান করেছেন পুরান। এতে ভেঙে গেছে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড। ২০২১ সালে ৪৮ ম্যাচের ৪৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২০৩৬ রান করেছিলেন রিজওয়ান।

গতরাতে ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ২৮তম ম্যাচে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হয়েছিলো পুরানের ত্রিনবাগো নাইট রাইডার্স। ঐ ম্যাচে ৪টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২৭ রান করে রিজওয়ানকে টপকে টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড দখলে নেন পুরান।

তবে রিজওয়ানের রেকর্ডটি ভাঙতে ১৮ ম্যাচ ও ২০ ইনিংস বেশি খেলেছেন পুরান।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে ২ হাজার রান করেছেন শুধুমাত্র পুরান ও রিজওয়ানই। তৃতীয় সর্বোচ্চ রান করেছেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। ২০২২ সালে ৬১ ম্যাচের ৬১ ইনিংসে ১৯৪৬ রান করেছেন হেলস।

এছাড়াও এ বছর টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন পুরান। স্বদেশি ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন তিনি। ২০১৫ সালে ১৩৫ ছক্কা মেরেছিলেন গেইল। এ বছর এখন পর্যন্ত ১৫৩টি ছক্কা হাঁকিয়েছেন পুরান।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 15 =