রিয়াদের মঞ্চে গাইবেন জেমস

নগর বাউল নিয়ে দেশ–বিদেশে ছুটে বেড়াচ্ছেন জেমস। গত সেপ্টেম্বরে গিয়েছিলেন লন্ডনে। সেখানে একাধিক কনসার্টে পারফর্ম করেছেন। এরপর অক্টোবরের শেষের দিকে যান অস্ট্রেলিয়ায়। চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।

সৌদি আরব সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছেন জেমস। ২২ নভেম্বর রিয়াদের আল–সুওয়াইদি পার্কে গান শোনাবে নগর বাউল। এর মাধ্যমে প্রথমবারের মতো রিয়াদে পারফর্ম করবেন তিনি।

নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে ২০ নভেম্বর আমরা প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছি। আয়োজনটিতে বিনা টিকিটে গান শুনতে পাবেন দর্শক। আশা করি, ভালো একটা শো হবে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।’

একই আয়োজনে সংগীতশিল্পী সাবরিনা পড়শীও থাকবেন তাঁর বর্ণমালা ব্যান্ড নিয়ে। তাঁর পরিবেশনা রয়েছে পরদিন ২৩ নভেম্বর। এর আগে, ২০ নভেম্বর সেখানে পারফর্ম করবে প্রবাসী বাংলা ব্যান্ড।

জেমস, পড়শীরা যে অনুষ্ঠানে গাইছেন, সেটির নাম ‘বাংলাদেশ উইক’। এটি সৌদি সরকারের আয়োজন ‘রিয়াদ সিজন’–এর গুরুত্বপূর্ণ অংশ।

২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। পঞ্চম আসরটি শুরু হয়েছে গত ১২ অক্টোবর থেকে, চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। সৌদির ১৪টি লোকেশনে চলছে রিয়াদ সিজন।

রিয়াদ সিজনের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে আল–সুওয়াইদি পার্ককে ঘিরে। সেখানে ৪৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে এ বছর অংশ নিয়েছে ৮টি দেশ। বাংলাদেশ ছাড়াও রয়েছে—পাকিস্তান, ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সুদান, ইয়েমেন ও জর্ডান। প্রতিটি দেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশেষ কয়েকটি দিন। ওই দিনগুলোতে নির্দিষ্ট দেশ তাদের সংগীত, নৃত্য ও ঐতিহ্যবাহী খাবার উপস্থাপন করবে। বাংলাদেশের জন্য রাখা হয়েছে ২০ থেকে ২৩ নভেম্বর। এ কয়েকটি দিন রিয়াদ সিজনে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two + 12 =