রিয়ালের সাথে ব্যবধান কমালো অ্যাথলেটিকো

স্প্যানিশ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। গতরাতে অ্যাথলেটিকো ৫-২ গোলে হারিয়েছে রিয়াল ভায়াদোলিদকে। এই জয়ে দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান কমিয়েছে অ্যাথলেটিকো।

ভায়াদোলিদের  মাঠে ম্যাচের ৩৮ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। গোল তিনটি করেন- নাহুয়েল মোলিনা, হোসে মারিয়া গিমেনেজ ও আলভারো মোরাতা।

প্রথমার্ধের শেষ দিকে সাইল লারিনের গোলে ব্যবধান কমায় ভায়াদোলিদ। ৩-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় অ্যাথলেটিকো। ৭৪ মিনিটে ভায়াাদোলিদের পক্ষে দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-২এ নামিয়ে আনেন সার্জিও এসকুদেরো।

৮৬ মিনিটে ভ্যালাদোলিদের জোয়াকুইনের আত্মঘাতি গোলে ৪-২ গোলে লিড নেয় অ্যাথলেটিকো। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে মেমফিস ডিপের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো।

এই জয়ে ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থাকলো অ্যাথলেটিকো। দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সাথে অ্যাথলেটিকোর পয়েন্ট ব্যবধান এখন ২। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট রিয়ালের। সমানসংখ্যক ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 + two =