প্রথমবার ওয়েবে রুবেল সঙ্গে পূজা চেরি

ঢালিউডের অ্যাকশন হিরো রুবেল। বাংলা সিনেমায় কুংফু, কারাতে, মার্শাল আর্টের অ্যাকশন তিনি শুরু করেছিলেন। ‘লড়াকু’ সিনেমা দিয়ে ১৯৮৬ সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে রুবেলের। এরপর উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক সিনেমা। এবার বিনোদনের নতুন মাধ্যম ওটিটিতে যাত্রা শুরু করছেন রুবেল। রায়হান রাফীর ‘ব্ল্যাক মানি’ সিরিজে দেখা যাবে তাঁকে। এতে আরও আছেন পূজা চেরি।

রাফীর পরিচালনায় ‘পোড়ামন ২’ দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল পূজার। নির্মাতারও প্রথম সিনেমা ছিল এটি। এরপর দুজনে একসঙ্গে কাজ করেছেন ‘দহন’ সিনেমায়। সেটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ছয় বছর পর আবারও ব্ল্যাক মানি দিয়ে রাফীর পরিচালনায় ফিরলেন পূজা। ব্ল্যাক মানি রাফী ও পূজার প্রথম ওয়েব সিরিজ।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে ব্ল্যাক মানির প্রভাবকে কেন্দ্র করে নির্মিত হবে সিরিজটি। আজ থেকে শুরু হচ্ছে শুটিং। এ বিষয়ে গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা। সংবাদ সম্মেলনে রুবেল বলেন, ‘সিনেমায় দীর্ঘ সময়ের পথচলা। এবার ওটিটিতে যাত্রা শুরু করছি। আমার প্রত্যাশা একটি সিরিজ দিয়েই যেন আমার ওটিটি ক্যারিয়ার থেমে না যায়। আমি এখানে থাকতে চাই। রাফীর কাছ থেকে গল্প শুনে মনে হয়েছে দারুণ কিছু হবে। সেই আগ্রহ থেকেই সিরিজটির সঙ্গে যুক্ত হওয়া।’

পূজা চেরি বলেন, ‘এর আগে ওয়েব ফিল্মে অভিনয় করলেও এটাই আমার প্রথম সিরিজ। নির্মাতা রাফী সঙ্গে আগে কাজ করলেও এই সিরিজের অভিনয়শিল্পীদের সঙ্গেও আমার প্রথম কাজ। ব্ল্যাক মানির গল্প সবাইকে চমকে দেবে বলে আশা করি।’

নির্মাতা রায়হান রাফী বলেন, ‘আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালোটাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। ব্ল্যাক মানিতে সেই গল্পটাই দেখানো হবে। এটি আমার প্রথম সিরিজ। এর আগে সিনেমা, ওয়েব ফিল্ম বানিয়েছি, ব্ল্যাক মানি দিয়ে এবার সিরিজ নির্মাণ শুরু হলো। অভিনয়শিল্পী নির্বাচনেও চমক রাখতে চেয়েছি। এ কারণে রুবেল ভাইকে যুক্ত করা। এ ছাড়া অনেক দিন পর পূজার সঙ্গে কাজ হবে।’

ব্ল্যাক মানি সিরিজে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ। ছয় পর্বের সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × two =