সিরিজ ‘সিন্ডিকেট’-এর জনপ্রিয় চরিত্র অ্যালেন স্বপনকে নিয়ে স্পিন-অব সিরিজ নির্মাণ করেছেন শিহাব শাহীন। নাম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। চাঁদরাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটি।
চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে ৭ পর্বের সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। মুক্তির পর প্রশংসা কুড়াচ্ছে সিরিজটি। এবার চরকিতে নতুন রেকর্ড গড়ল ওয়েব সিরিজটি। মুক্তির পর থেকে ১০০ ঘণ্টার মধ্যে ১ কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, যা ওটিটি প্ল্যাটফর্মটির জন্য নতুন রেকর্ড।
এত অল্প সময়ে সিরিজটি এত মানুষ দেখেছে, এটা নিয়ে আপ্লুত সিরিজের নামভূমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান। তিনি বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটা যে মানুষ এত ভালোবেসে ফেলবে, এটা আমি কল্পনাও করিনি। অনেক পোস্ট, লেখা, ফোন কল, খুদে বার্তা, অনেক শুভকামনা পাচ্ছি। আড়ালে চোখ মোছা ছাড়া এই আনন্দ-অনুভূতির কথা কোনো ভাষায় বোঝাতে পারব না।’
প্রশংসায় ভাসছেন শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলা। সিরিজটির নতুন রেকর্ড নিয়ে মিথিলা বলেন, ‘এটা পুরো টিমওয়ার্কের কারণে সম্ভব হয়েছে। আমার চরিত্রটাও খুব ইন্টারেস্টিং ছিল। দর্শক এত কম সময়ে সিরিজটি এত এত দেখছে ভেবেই ভালো লাগছে।’
পরিচালক শিহাব শাহীন বলেন, ‘দর্শক দেখলে, পছন্দ করলেই আমাদের নির্মাণ পূর্ণতা পায়। সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। পুরো টিমকে ধন্যবাদ।’
নাসির উদ্দিন-মিথিলা ছাড়া এতে অভিনয় করেছেন সুমন আনোয়ার, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, ফরহাদ লিমন, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ আরও অনেকে।
শিহাব শাহীন ও রবিউল আলম রবির গল্পে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।