‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর
৭৪তম কান চলচ্চিত্র উৎসব ঘুরে আসা নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, ১২ নভেম্বরে দেশের সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। তবে কতটি হলে সিনেমাটি মুক্তি পাবে-তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান বাবু।
চলতি বছরের জুলাইয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম কোনো বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’; উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত হয়েছে।
কানের পর আগামী বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৪তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে এ সিনেমা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ আরও অনেকে।
বিডিনিউজ