‘রোনালদোকে কাঁদতে দেখে মজা পেয়েছি’

কাতার বিশ্বকাপে পর্তুগালকে বিদায় করে ইতিহাস গড়ে আফ্রিকার দেশ মরক্কো। ক্রিস্টিয়ানো রোনালদোদের কাঁদিয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল অ্যাটলাস লায়ন্স খ্যাত দলটি। জয়ের পর ৩৮ বর্ষী রোনালদোর কান্না দেখে অবশ্য মজা পেয়েছিলেন মরক্কোর ফরোয়ার্ড সোফিয়ান বাউফল। খবর চ্যানেল আই অনলাইনের

কাতারি স্পোর্টস চ্যানেল আলকাসের সঙ্গে এক সাক্ষাৎকারে বিশ্বকাপের সেই ম্যাচের অনুভূতি জানান সোফিয়ান। কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের বিদায়ের চেয়ে থেকে পর্তুগিজ মহাতারকা রোনালদোর বিদায়ে বেশ আনন্দ পেয়েছেন তিনি।

রোনালদোর হতাশায় সোফিয়ানের খুশি হওয়ার পেছনে অবশ্য কারণও রয়েছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির সমর্থক ২৯ বর্ষী এই ফরোয়ার্ড। খেলতে চান মেসির সাবেক ক্লাব বার্সেলোনায়।কাতারি স্টারস লিগের ক্লাব আল রাইয়ানের তারকা বলেছেন, ‘আমি রোনালদোকে যথাযথ সম্মান করি। কিন্তু আমাদের কান্নার চেয়ে তাকে কাঁদতে দেখে আমি বেশি উপভোগ করেছি। আমি রোনালদোর চেয়ে মেসিকে বেশি পছন্দ করি। মেসির সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে খেলতে চাই।’

বিশ্বকাপের মঞ্চে শেষ চারের টিকিট পেয়ে নিজের মায়ের সঙ্গে উদযাপন করে সে সময় দারুণ আলোচিত হয়েছিলেন মরক্কোর এই তারকা। এমনকি দলটির সাফল্য উদ্বেলিত হয়েছিল পুরো আরব বিশ্ব। চার সপ্তাহের বিরতির পর লিগে সোফিয়ানের ক্লাব আল রাইয়ানের বিপক্ষে শনিবার সন্ধ্যায় মাঠে নামবে আল সাইলিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 2 =