নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। আজ প্রকাশিত আইসিসির সর্বশেষ হালনাগাদে এখন তিনি রয়েছেন ১৬ নম্বরে। যদিও চলতি বছর ৩১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি, তারপরও রেটিং ধরে রেখে রাখতে পারলেন! রিপোর্ট বার্তা ২৪.কম
ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে উঠে এসেছেন তিন নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত সেঞ্চুরির পর তার রেটিং এখন ৭৭১, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। ট্রেন্ট ব্রিজে ১৫টি চার ও ৩টি ছক্কায় ৬২ বলে ১১২ রানের চমৎকার ইনিংস খেলেন মান্ধানা-টি-টোয়েন্টি ক্রিকেটে যা তার প্রথম সেঞ্চুরি। এই ইনিংসের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম নারী ক্রিকেটার যিনি তিন ফরম্যাটেই সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন।
ম্যাচটিতে ভারতের হয়ে অধিনায়কত্বও করেন মান্ধানা, কারণ হারমানপ্রিত কৌর ছিলেন চোটে। তার নেতৃত্বে ভারত ২১০ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ডকে হারায় ৯৭ রানে।
র্যাঙ্কিংয়ে মান্ধানার উন্নতির ফলে অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা এক ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন (৭৫৭)। শীর্ষে আছেন বেথ মুনি (৭৯৪) এবং দ্বিতীয় স্থানে হেইলি ম্যাথিউস (৭৭৪)। মান্ধানা এখন তাদের খুব কাছেই-সিরিজের আরও চারটি ম্যাচ বাকি থাকায় তিনি সহজেই দখলে নিতে পারেন শীর্ষস্থান।
ভারতের আরও দুই ব্যাটার শেফালি ভার্মা ও জেমিমা রদ্রিগেজের অবস্থানেও পরিবর্তন এসেছে। শেফালি এক ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে, আর রদ্রিগেজ এক ধাপ পিছিয়ে ১৪ নম্বরে, যেখানে তার সঙ্গে যৌথভাবে রয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার সোফি ডিভাইন।
ওয়ানডে ব্যাটারদের তালিকাতেও শীর্ষে রয়েছেন স্মৃতি মান্ধানা (৭২৭)। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট (৭২৫)। তবে এই তালিকায় নিগার সুলতানা জ্যোতি এক ধাপ পিছিয়ে এখন ২৩তম অবস্থানে। এই ফরম্যাটে তার শেষ ম্যাচ ছিল এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে, লাহোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাদিয়া ইকবাল ৭৪৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে অ্যানাবেল সাদারল্যান্ড (৭৩৬), যিনি এক ধাপ এগিয়ে দীপ্তি শর্মাকে (৭৩৫) তৃতীয় স্থানে ঠেলে দিয়েছেন। ইংল্যান্ডের লরেন বেল দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।