শ্রোতাপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী বাংলাদেশের সংগীতশিল্পী আসিফ আলতাফের সঙ্গে গান করেছেন। কথা-সুরে দুজনে জানালেন প্রেমে পড়ার মিষ্টি গল্প। শনিবার (১ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ হয়েছে ‘প্রেমে পড়ি’ শিরনামের গানটি। বরাবরের মতো নিজের এই গানের কথা-সুর সাজিয়েছেন আসিফ আলতাফ নিজেই। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। গানটির দৃষ্টিনন্দন ভিডিও বানিয়েছেন কায়সার আল রাব্বী।
আসিফ আলতাফ জানালেন, পূজা উপলক্ষে এবারই প্রথম গান করেছেন। তার ভাষ্য, ‘লগ্নজিতার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। অত্যন্ত সহযোগী মনোভাবের শিল্পী তিনি। আর গায়কীর কথা তো নতুন করে বলার কিছু নেই। আশা করি আমাদের দ্বিতীয় যুগলবন্দী শ্রোতাদের ভালো লাগবে।’ নতুন গানটি নিয়ে কলকাতা থেকে লগ্নজিতার বার্তা, ‘আসিফ আলতাফের সঙ্গে আরও একটি গান করলাম। আমার নিজের কাছে খুব ভালো লেগেছে গানটা। শ্রোতাদেরও ভালো লাগবে, এই প্রত্যাশা।’
কলকাতার জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। ‘হৃদয়ের রঙ’, ‘প্রেমে পড়া বারণ’ কিংবা ‘বেহায়া’র মতো গানে মুগ্ধতা ছড়িয়েছেন। জিতেছেন ফিল্মফেয়ার পুরস্কারও। এর আগে লগ্নজিতার সঙ্গে আসিফ ‘দূরত্ব’ শীর্ষক একটি গান করেছিলেন। সেটি প্রকাশ পায় করোনাকালীন লকডাউনে।