লন্ডনে কাজ করবেন মাহি ওটিটিতে ঈদের পর

আগে থেকেই পরিকল্পনা করা ছিল। ঈদের কাজ নিয়ে তুমুল ব্যস্ততা গেছে। তাই একটু রিক্রিয়েশনের জন্য লন্ডন ঘুরে এলেন সামিরা খান মাহি। সেখানে তাঁর ভাই থাকেন। তাঁর সঙ্গে ঘুরে বেড়ালেন নানা জায়গায়। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তাই রিক্রিয়েশনের সময়টাতেও লন্ডনে সেরে ফেললেন বেশ কিছু কাজের কথা। বিস্তারিত জানাবেন আরও পরে। তার আগে ফিরে এলেন দেশে। পড়ে আছে অনেক অনেক শুটিং। ঈদের আগে তাই ফুরসত নেই একেবারেই।

সাম্প্রতিক সময়ে নাটকের অন্যতম ব্যস্ত অভিনয়শিল্পীদের একজন সামিরা খান মাহি। গত রোজার ঈদেও বেশকিছু নাটকে দেখা গেছে তাঁকে। এর মধ্যে ‘রাতের রানি’, ‘ঈদ সেলামি’, ‘ঠাডা’, ‘আক্ষেপ’ নাটকে অভিনয় করে দর্শকের কাছে প্রশংসিত হয়েছেন মাহি।

ঈদের কাজের ব্যস্ততা শেষে কিছুটা সময় নিজের মতো কাটাতে ছুটে গিয়েছিলেন লন্ডনে। ১৫ দিনের মতো ছিলেন। সম্প্রতি দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নাটকের শুটিংয়ে। সামনেই কোরবানির ঈদ, তাই ব্যস্ততার শেষ নেই। টানা শুটিং করবেন ঈদের আগের দিন পর্যন্ত। ২৭ মে থেকে শুরু করেছেন ইমরাউল রাফাতের পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি নাটক দিয়ে। এতে মাহির বিপরীতে রয়েছেন নিলয় আলমগীর। শেষ করবেন তুহিন হোসেনের ‘রাতের রানি-২’ নাটক দিয়ে।

শুটিং ব্যস্ততা নিয়ে মাহি বলেন, ‘দেশে ফিরেই শুটিং শুরু করেছি। দুই ঈদে অনেক নাটক নির্মাণ হয়। সবাইকে টানা কাজ করতে হয়। ঈদের পর লন্ডন যাওয়ার কারণে বেশ কিছু দিন শুটিং করতে পারিনি। ঈদেরও বেশি সময় বাকি নেই, তাই বিরতিহীনভাবে ঈদের আগের দিন পর্যন্ত শিডিউল দিয়েছি।’

আসন্ন কোরবানির ঈদে ১০টির বেশি নাটকে অভিনয় করবেন বলে জানান মাহি। এদিকে লন্ডন সফর নিয়ে মাহি বলেন, ‘লন্ডন গিয়েছিলাম বেড়াতে। সেখানে আমার ভাই থাকে। তার সঙ্গে ঘুরে বেড়িয়েছি। বিবিসিতে গিয়েছিলাম। সেখানে ইন্টারভিউ দিয়েছি। এটা ছিল স্বপ্ন পূরণের মতো। ছোটবেলা থেকেই বিবিসির নাম শুনে বড় হয়েছি। সেখানে গিয়ে ইন্টারভিউ দেওয়া আমার জন্য অনেক গর্বের। এ ছাড়া লন্ডনের কিছু কাজের ব্যাপারেও কথা হয়েছে। আবার যেতে হবে সেখানে।কাজের পরিকল্পনা চূড়ান্ত হলেই সবাইকে জানাব।’

নাটকের পাশাপাশি সম্প্রতি ওটিটিতে যাত্রা শুরু করেছেন মাহি। এ মাধ্যমে নতুন কোনো কাজের খবর জানতে চাইলে মাহি বলেন, ‘ওটিটিতে কাজের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। ঈদের পরে কাজ করার ইচ্ছা আছে। কারণ, ওটিটিতে কাজ করতে প্রস্তুতির প্রয়োজন হয়। সময় নিয়ে কাজ করতে হয়।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 3 =