লন্ডনে ‘চিরভাস্বর মুজিব’ প্রকাশিত

লন্ডনের ইন্ডিয়ান ওয়াইএমসিএ মিলনায়তনে প্রকাশিত হলো অডিও মিউজিক অ্যালবাম ‘চিরভাস্বর মুজিব’। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৩ জুলাই চিন্তরণ বাংলা লন্ডন ও প্রত্যয়ের উদ্যোগে একটি প্রকাশিত হয়। অ্যালবামটির গানগুলোর গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ড. শ্যামল চৌধুরী।

সুনীতা চৌধুরী ও স্নেহাসন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা পর্বে স্বাগত বক্তব্য ও অ্যালবামের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন চিরন্তন বাংলা লন্ডনের পরিচালক মোস্তফা কামাল মিলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনবাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম এবং ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ শরীফ প্রমুখ। এতে আবৃত্তি, নৃত্য ও অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করেন গৌরী চৌধুরী, হিমাংশু গোস্বামী ও ড. শ্যামল চৌধুরী।

ড. শ্যামল চৌধুরী বিসিএস ১৯৮৫ ব্যাচের অডিট অ্যান্ড একাউন্টস ক্যাডার কর্মকর্তা। তিনি ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে ২০২০ সালের ১৭ নভেম্বর অবসর গ্রহণ করেন।

সারাবাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five − three =