লন্ডন থেকে আইন পাস করলেন নুসরাত

ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পাস করলেন নুসরাত ফারিয়া।ব্যাচেলরস অব ল’তে পেয়েছেন সেকেন্ড ক্লাস। সঙ্গে শেষ হলো চার বছরের শিক্ষাজীবন।বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এ তারকার ভাষ্য, ‘অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাস করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।’

এদিকে, ফারিয়া  বলেন, ‘পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। আমার সহকর্মী ও পরিবার পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পাস করলাম, এটা আমার শিক্ষাজীবনের সেরা প্রাপ্তি।’

ফারিয়া ভক্তদের জন্য আরও একটি খুশির সংবাদ এসেছে সম্প্রতি। সম্প্রতি সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ছবি ‘বঙ্গবন্ধু’র শুটিং। চলচ্চিত্রে ‘শেখ হাসিনা’র ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’। ২০১৯ সালের শেষ দিকে এই চলচ্চিত্রে যুক্ত হন তিনি। ২০২১ সালে সেটা শেষ হয়। ছবিতে ১৮ থেকে ২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। ছবিটি পরিচালনায় আছেন শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু হিসেবে আছেন আরিফিন শুভ।

ফারিয়া বলেন, ‘‘শুটিংয়ে প্রথম দিন থেকেই আমাকে ‘হাসিনা’ বলে ডাকা হতো। প্রথম প্রথম চমকে উঠতাম। একটা পর্যায়ে আমার নাম যে ফারিয়া, সেটাই ভুলে গেলাম। শুটিংয়ের পুরো দিনগুলোতে হাসিনা হয়ে গেলাম। এই নামের অনুভূতি যেমন গর্বের তেমন ভয়েরও।’’

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two + 5 =