লাকি আখন্দের সুরে ওয়াহিদ আজাদের নতুন গান

গানের প্রতি ভালোবাসা থেকে ওয়াহিদ আজাদ এরইমধ্যে বেশ কয়েকটি মৌলিক গান গেয়েছেন। যারমধ্যে উলে­খযোগ্য হচ্ছে ‘এই জীবনে’ এবং ‘একতারা দোতারা’। দু’টি গানেই শ্রোতা দর্শকের ভালোবাসায় তিনি মুগ্ধ হয়েছেন।

এবার আরো একটি নতুন মৌলিক গান নিয়ে আসছেন ওয়াহিদ আজাদ। গানের শিরোনাম ‘বন্ধু রে’। গানটি লিখেছেন প্রয়াত কাওসার আহমেদ চৌধুরী। সুর করেছেন প্রয়াত লাকি আখন্দ। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটি আজ ‘শব্দ কারিগর’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানালেন ওয়াহিদ আজাদ।

ওয়াহিদ আজাদ বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে বাংলাদেশের দু’জন কিংবদন্তী গীতিকার ও সুরস্রষ্টার গান আমি গাইতে পেরেছি। একজন কাওসার আহমেদ চৌধুরী অন্যজন লাকি আখন্দ। দু’জনই আজ আমাদের মাঝে নেই। কিন্তু এই দু’জনের সমন্বয়ে গান রয়ে গেছে যা আমার কণ্ঠে প্রকাশ পাবে। আমি নিজেকে সত্যিঈ ভীষণ সৌভাগ্যবান মনে করছি। অনেক দরদ দিয়ে, আবেগ দিয়ে গানটি গেয়েছি। আমজাদ হোসেন চমৎকার মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন যেন গানে লাকি ভাইকে আমরা খুঁজে পাই। বন্ধু রে গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করছি শ্রোতা দর্শকের গানটি ভালোলাগবে।’

এদিকে সম্প্রতি আমেরিকাতে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৩-এ ওয়াহিদ আজাদ রকস্টার জেমস’র হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। গানের ভুবনে পথ চলায় জেমসের হাত থেকে এমন একটি সম্মাননা পাওয়ায় ভীষণ উচ্ছসিত ওয়াহিদ আজাদ।

ওয়াহিদ আজাদ বলেন, ‘ভালোবেসে গান করি। যারাই আমার গানের নিয়মিত শ্রোতা তারা প্রশংসা করেন। তাতেই ভীষণ অনুপ্রাণিত হই। কিন্তু একজন রকস্টার-বাংলাদেশের গর্ব জেমস’র হাত থেকে এই সম্মাননা’প্রাপ্তি আমার জন্য সত্যিই অনেক অনকে অনুপ্রেরণার।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 + 13 =