লারা-দ্রাবিড়কে টপকে টেন্ডুলকারের পাশে রুট

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে ৫ টেস্টে ৪১২ রান করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। এই নিয়ে ১৯তম বারের মত টেস্ট সিরিজে ৩শ বা তার বেশি রান করার নজির গড়লেন রুট। যার সুবাদে  ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটার শচিন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।

টেস্ট সিরিজে ১৯বার ৩শ বা তার বেশি রানের রেকর্ড আছে টেন্ডুলকারের। এই তালিকায়  যৌথভবে শীর্ষে আছেন টেন্ডুলকার ও রুট।

এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও ভারতের রাহুল দ্রাবিড়। ১৮বার করে টেস্ট সিরিজে অন্তত ৩শ রান করেছেন লারা ও দ্রাবিড়।

যৌথভাবে তালিকার  তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। ১৭বার করে টেস্ট সিরিজে অন্তত ৩শ রান করেছেন তারা।

ওভালে চলমান সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দুই ইনিংসে ৫ ও ৯১ রান করেন রুট। সিরিজে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।

ইংল্যান্ডের পরবর্তী টেস্ট সিরিজ ভারতের বিপক্ষে। আগামী বছরের জানুয়ারিতে ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্টে সিরিজ খেলবে ইংলিশরা। ঐ সিরিজে অন্তত ৩শ রান করলে টেন্ডুলকারকে টপকে যাবেন এককভাবে রেকর্ডের মালিক হবেন রুট।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × four =