লায়লা নতুন গান ‘কেমন কেমন করে বন্ধু’

সুলতানা ইয়াসমিন লায়লা নিয়ে আসছেন নতুন মৌলিক গান ‘কেমন কেমন করে বন্ধু’। গানটির কথা লিখেছেন দেওয়ান মান্নান। সুর ও সংগীতায়োজনে এএইচ তুর্য।গানটি নিয়ে লায়লা বলেন, “আমার খুব ভালোলাগা থেকে গানটি করেছি। আগামী ১৯ মে আমার ইউটিউব চ্যানেলে ‘লায়লা অফিসিয়াল’-এ এটি উন্মুক্ত করবো। আশা করি সবার পছন্দ হবে।”

২০১২ সালের ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সুলতানা ইয়াসমিন লায়লা। পরবর্তীতে তার গাওয়া ‘সখী গো আমার মন ভালা না’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়। স্টেজ মাতানোর পাশাপাশি নিয়মিত নতুন গানও প্রকাশ করে থাকেন এই গায়িকা।

পারিবারিকভাবেই গানের চর্চাটা পেয়েছেন লায়লা। তার বাবা মো. শফিকুল মৃধা একজন দোতারাবাদক। তার হাত ধরেই লায়লার গানে হাতেখড়ি। তার গ্রামের বাড়ি নাটোরের বনপাড়ার মহিষভাঙ্গায়। সেই গ্রাম থেকেই ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

২০১৬ সালে প্রকাশ পায় লায়লার প্রথম একক অ্যালবাম ‘আমার কুঞ্জে’। তাতে পুরনো লোকগানের পাশাপাশি কয়েকটি মৌলিক গানও ছিল। তবে আপাতত সিঙ্গেল গান আর স্টেজ শো নিয়েই ব্যস্ত এই গায়িকা।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − 11 =