লা মেরিডিয়ান ঢাকায় ‘হিরোজ অব আওয়ার টাইম’ শিরোনামে ট্র্যাভেলিং আর্ট প্রদর্শনীর উদ্বোধন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। করোনার বৈশ্বিক মহামারির কঠিন সময়ে মানুষের সেবায় নিয়োজিত থাকতে সম্মুখসারির কর্মীরা সহমর্মিতা ও সাহসিকতার যে উদাহরণ স্থাপন করেছেন, আইএসডি ও লা মেরিডিয়ানে অংশীদারিত্বে আয়োজিত এই প্রদর্শনীর মধ্য দিয়ে তা তুলে ধরা হয়েছে।
আইএসডির পরিচালক টমাস ভ্যান ডের উইলেন বলেন, ‘কোভিড-১৯ মহামারি আমাদের জীবনে আমূল পরিবর্তন এনেছে। স্বাস্থ্যসেবা ও হসপিটালিটি শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা ঝুঁকি থাকা সত্ত্বেও এ সঙ্কটপূর্ণ সময়ে মানুষের সেবায় কাজ করে গিয়েছেন, যেন অন্যান্যরা ঘরের ভিতরে নিরাপদে থাকতে পারে।বর্তমান সময়ের এই সাহসী যোদ্ধাদের সম্মানে এই ট্রাভেলিং আর্ট প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা সাহস ও সহমর্মিতা জাগাতে এমন চিন্তা উদ্দীপক শিল্পকর্ম তৈরি করেছেন।’
আইএসডি’র তৃতীয় থেকে দশম গ্রেডের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা সম্মিলিতভাবে অনুপ্রেরণাদায়ক এসব শিল্পকর্ম তৈরি করেন। প্রতিটি শিল্পকর্মে সহানুভূতি, মানবিকতা এবং সাহসিকতার মতো বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে।আগামী ১১ জুন পর্যন্ত হোটেলের লবি ও সুইমিং এরিয়ায় (স্কাই লাউঞ্জ) চলবে এই প্রদর্শনী।
জাগো নিউজ