লিউডে এসেই দাম বাড়িয়েছেন কীর্তি সুরেশ

দক্ষিণ ভারতীয় সিনেমার মিষ্টিমুখ কীর্তি সুরেশ। তামিল, তেলুগু ও মালয়ালম মিলিয়ে এ পর্যন্ত ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পড়াশোনা ফ্যাশন ডিজাইন নিয়ে হলেও ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্নই দেখতেন কীর্তি। বাবা প্রযোজক সুরেশ কুমার ও মা অভিনেত্রী মেনকার কারণে লাইট-ক্যামেরা-অ্যাকশনের সঙ্গে পরিচয়টা হয়েছিল অল্প বয়সেই। শিশুশিল্পী হিসেবে কয়েকটি মালয়ালম সিনেমায় অভিনয় করেন। দেখা দেন টিভি সিরিয়ালেও।

২০১৩ সালে ‘গীতাঞ্জলি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন কীর্তি। পরবর্তী দুই বছর খানিকটা ধীর পায়ে চলার পর ২০১৬ সালে পরপর চারটি সিনেমা দিয়ে হয়ে ওঠেন দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী। ২০১৩ থেকে ২০২৩—এই এক দশকে কীর্তি তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছেন পুরো ভারতে। শুধু নাচগাননির্ভর বাণিজ্যিক সিনেমায় নয়, ভিন্ন ধারার গল্প ও চরিত্রেও নিজের দক্ষতা জানান দিয়েছেন অভিনেত্রী। কীর্তিকে নিয়ে তাই এখন ভাবছে বলিউডও।

এরই মধ্যে তাঁর বলিউড অভিষেকের ঘোষণা এসেছে। সম্প্রতি বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ বছরই একটি হিন্দি সিনেমায় অভিনয় করবেন কীর্তি। অ্যাটলি কুমারের ‘থেরি’ সিনেমার হিন্দি রিমেক দিয়েই শুরু হবে তাঁর বলিউডযাত্রা। সিনেমার নাম এখনো ঠিক হয়নি।

এতে বরুণ ধাওয়ান হবেন তাঁর নায়ক। মূল সিনেমায় এ চরিত্রে ছিলেন থালাপতি বিজয়, আর কীর্তি থাকবেন সামান্থা অভিনীত চরিত্রে। কালিসের পরিচালনায় আগামী মাস থেকে মুম্বাইয়ে শুরু হবে শুটিং। ‘জাওয়ান’ নির্মাতা অ্যাটলি কুমারের প্রতিষ্ঠান থেকে তৈরি হবে সিনেমাটি। পিঙ্কভিলা জানিয়েছে, শুটিংয়ের জন্য তিন মাসের শিডিউল ঠিক করেছেন পরিচালক। নভেম্বরে শুটিং শেষ করে আগামী বছরের ৩১ মে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা তাদের।

এদিকে টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, বলিউডে অভিষেকের খবর প্রকাশের পরপরই পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন কীর্তি। এত দিন প্রতি সিনেমার জন্য ২ কোটি রুপি নিতেন, এখন তা বাড়িয়ে ৩ কোটি রুপি হাঁকছেন অভিনেত্রী।

অবশ্য পারিশ্রমিক বাড়ানোর পেছনে এ বছর মুক্তি পাওয়া ‘দাসারা’র সাফল্যও একটি কারণ হতে পারে। দক্ষিণী সুপারস্টার নানির বিপরীতে ঐতিহাসিক গল্পের এ অ্যাকশন সিনেমায় নিজেকে নতুনভাবে চিনিয়েছেন কীর্তি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − 11 =