লিওনার্দো ডিক্যাপ্রিও জন্মদিন আজ

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১১ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

বিশ্ববাসী তাঁকে ‘টাইটানিক’–এর ‘জ্যাক’ নামে চেনে। কনকনে শীতের রাতে বরফে ঢাকা সাগরে জ্যাক-রোজের সেই হৃদয়বিদারক দৃশ্য কাঁদিয়েছে সিনেমাপ্রেমীদের। সেই জ্যাক আর কেউ নন, জনপ্রিয় মার্কিন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ১৯৭৪ সালের আজকের এই দিনে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন ডিক্যাপ্রিও।

অভিনেতা হওয়ার পাশাপাশি ডিক্যাপ্রিও একজন প্রযোজক ও পরিবেশকর্মী। ক্যারিয়ারের শুরুর দিকে ‘গ্রোয়িং পেইন্স’ নামে একটি টেলিভিশন শো দিয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। তবে তাঁর সাফল্যের মূল যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে মুক্তি পাওয়া কালজয়ী ছবি ‘টাইটানিক’–এর মাধ্যমে।

ডিক্যাপ্রিওর অভিনয়দক্ষতা তাঁকে বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছে। এর মধ্যে আছে ‘দ্য অ্যাভিয়েটর’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘ইনসেপশন’, ‘দ্য রেভেন্যান্ট’ ইত্যাদি। ২০১৬ সালে ‘দ্য রেভেন্যান্ট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বহুপ্রতীক্ষিত অস্কার জিতে নেন।

শুধু অভিনয়ে নয়, লিওনার্দো ডিক্যাপ্রিও পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতেও কাজ করে আসছেন। ১৯৯৮ সালে তিনি ‘লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে কাজ করে আসছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 1 =