লিটন-মুশফিকের ব‍্যাটে আশা জাগালো বাংলাদেশ

টি-টোয়েন্টিতে টানা ব‍্যর্থতার পর চট্টগ্রাম টেস্ট ব‍্যাটিংয়ে নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে মনে হচ্ছিল সংস্করণ বদলালেও ব‍্যর্থতার চক্রেই বন্দি তারা। তবে দুইশ রানের অসাধারণ জুটিতে পাকিস্তানের বিপক্ষ প্রথম ইনিংসে পথ দেখালেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ক‍্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে সামনের দিকে তাকিয়ে লিটন। সেঞ্চুরি থেক বেশি দূরে নেই বাংলাদেশের অসংখ‍্য বিপদের ত্রাতা মুশফিক। দারুণ ব‍্যাটে টানা দুটি উইকটশূন‍্য সেশনে স্বাগতিকরা কাটাল দারুণ দিন।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৫ ওভারে ২৫৩/৪

সকালেই ৪৯ রানে নেই ৪ উইকেট। চট্টগ্রাম টেস্টে তখন কাঁপছে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুললেন লিটন দাস ও মুশফিকুর রহিম। এই সংস্করণে দারুণ ছন্দে থাকা লিটন পেলেন প্রথম সেঞ্চুরির দেখা। দলের বিপদে আরও একবার ঢাল হয়ে দাঁড়ালেন মুশফিক।

৪ উইকেটে ২৫৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ২২৫ বলে ১১ চার ও এক ছক্কায় ১১৩ রানে খেলছেন না লিটন। ১৯০ বলে ১০ চারে মুশফিকের রান ৮২। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুই জনে ৪১৩ বলে যোগ করেছেন ২০৪ রান।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৫৩/৪ (সাদমান ১৪, সাইফ ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬, মুশফিক ৮২*, লিটন ১১৩*; আফ্রিদি ১৮-৪-৫০-১, হাসান ১৩-৩-৩৮-১, ফাহিম ১০-২-৩৮-১, সাজিদ ২২-৩-৬৮-১, নুমান ২২-৫-৫১-০)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + twelve =