লেখকের আত্মউপলব্ধির নাটক ‘শঙ্খ’

একজন লেখকের আত্মউপলব্ধির গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘শঙ্খ’।

নির্মাতা রহিম সুমনের পরিচালনায় নাটকের শুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন জায়গায়।

নাটকের গল্পে দেখা যাবে দুটি উপন্যাস এবং একটি গল্প লিখে পরিচিত পাওয়া আবীর নামের এক তরুণ লেখক ভুগছেন এক জটিলতায়। নতুন কোনো লেখা তিনি লিখতে পারছেন না।

এই সমস্যা কাটাতে আবীর বেড়াতে যান কক্সবাজারে। একদিন সৈকতে ঢেউয়ে ভেসে আসা একটি শঙ্খ খুঁজে পান। সেই শঙ্খের গায়ে জড়ানো ছিল সোনার নূপুর।

সমুদ্রের পাড়ে এক নারীর সঙ্গে দেখা হয় আবীরের। ধীরে ধীরে আবীর উপলব্ধি করেন, জীবনে তার বড় প্রাপ্তির খোঁজ পেয়েছেন তিনি।

নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু , গোলাম কিবরীয়া তানভির, দোলন দে, অনুভব মাহবুব, সিগ্ধা হোসাইন, রোমান আফসার, মুন্নী তালুকদারসহ অনেকে।

নির্মাতা রহিম সুমন গ্লিটজকে বলেন, শিগগিরই একটি টেলিভিশনে ‘শঙ্খ’ প্রচার হবে।

নাটকটির রচয়িতা অয়ন চৌধুরী। চিত্রগ্রহণে ছিলেন সুজন মাহমুদ। সম্পাদনায় রমজান আলী এবং আবহ সংগীত করেছেন মিনহাজ জুয়েল। শঙ্খ প্রযোজনা করেছে ইনডেক্স মাল্টিমিডিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + 17 =