
ঢাকার মীরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দুর্গম দুর্গে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের ভূমিকায় পৌঁছেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪৭৬ রানের জবাবে দিনশেষে অতিথি দল ৫ উইকেট হারিয়ে করেছে ৯৮।
ফলো অন এড়াতেই করতে হবে আরো ১৭৯ রান। বলাই বাহুল্য এই টেস্টে পরাজয় অবধারিত হয়ে গাছে। আরো একটি টেস্ট সিরিজ ধবল ধোলাই অর্জনের পথে বাংলাদেশ। সব কিছু ছাপিয়ে আলোচনার তুঙ্গে মুশফিক।
প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসাবে শত টেস্ট ম্যাচ খেলে কাল ইতিহাস সৃষ্টি করেছিল। শততম টেস্টে শতরান করে মুশি আজ নিজেকে টেস্ট ক্রিকেটের কুলিন ক্লাবে উন্নীত করলো। টেস্ট ক্রিকেটের প্রায় ১৫০ বছরের ইতিহাসে মুশফিকের আগে মাত্র ১০ জন ক্রিকেটার এই কৃতিত্বের অধিকারী ছিল।
অর্জন হতে পারতো কাল। দিনশেষে মুশি ৯৯ রানে অপরাজিত ছিল। আজ দিনের শুরুতেই অনন্য মাইলস্টোন অর্জন করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলো। কৃতিত্বের সূচনা করেছিল ইংল্যান্ডের মাইকেল কলিন কাউড্রে ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শেষ এবং দশম ক্রিকেটার হিসাবে এই অর্জন ছিল অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২২ সালে।
এই কুলিন ক্লাবে আরো আছে পাকিস্তানের জাভেদ মিয়াদাদ, ইনজামামুল হক, ইংল্যান্ডের আলেক স্টুয়ার্ট, জো রুট, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ।
মুশির এই অর্জন বাংলাদেশ ক্রিকেটকে আলোকিত করেছে অরুণ আলোয়। মুশফিকের ছায়ায় আরো একটি অনবদ্য ১২৮ রানের ইনিংস উপহার দিয়েছে স্টাইলিস্ট ব্যাটসম্যান লিটন কুমার দাস। বাংলাদেশের প্রথম ইনিংস ৪৭৬ রানে শেষ হবার পর দিনশেষে আয়ারল্যান্ডের স্কোর ৯৮/৫।

মিরপুরের উইকেট ধীর নিচু ঘূর্ণি বলে অভিযোগ আছে। সেই উইকেটে আয়ারল্যান্ডের অফ স্পিনার এন্ডি ম্যাকব্রাইন ১০৬ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংস আকাশ ছুতে দেয়নি। বাম হাতি স্পিনার ম্যাথিউ হামফ্রে আর লেগ স্পিনার গ্যাভিন হয়ে বাকি ৪ উইকেট ভাগ করে নিয়েছে।
এই উইকেটে বাংলাদেশের তিন দক্ষ স্পিনারদের খেলা সহজ হবে না। বলা যেতে পারে দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ। উইকেট থেকে যথেষ্ট সহায়তা পাচ্ছে বাংলাদেশের তিন স্পিনার। ইতিমধ্যেই ৯৮ রানে ৫ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। ফলো অন এড়াতেই ঘাম ঝরাতে ঝরাতে হবে অতিথি দলকে।
হাসান মুরাদ ২, তাইজুল ইসলাম এবং মেহেদী মিরাজ ১টি করে উইকেট তুলে নিয়েছে। তৃতীয় দিনে উইকেটে ব্যাটিং ক্রমশ দুরূহ হয়ে পড়বে। খেলার যে পরিস্থিতি, দৈব ঘটনা ছাড়া আয়ারল্যান্ড পরাজয় এড়াতে পারবে বলে মনে হচ্ছে না।
বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিনশেষে সংক্ষিপ্ত স্কোরকার্ড:
বাংলাদেশ প্রথম ইনিংস ৪৭৬ অল আউট (লিটন কুমার দাস ১২৮, মুশফিকুর রহিম ১০৬, মোমিনুল হক ৬৩, মেহেদী হাসান মিরাজ ৪৭, সাদমান ইসলাম ৩৫, মাহমুদুল হাসান জয় ৩৪, এন্ডি ম্যাকব্রাইন ৬/১০৯, গ্যাভিন হয়ে ২/১০৯, মাথেউ হামফ্রে ২/১৫১)
আয়ারল্যান্ড প্রথম ইনিংস ৯৮/৫ (পল স্টার্লিং ২৭, এন্ডি বালব্রাইন ২১, হাসান মুরাদ ২/১০, মেহেদী মিরাজ ১/১১, খালেদ আহমেদ ১/৩০, তাইজুল ইসলাম ১/৩২)
আয়ারল্যান্ড ৫ উইকেট হাতে নিয়ে। ৩৭৮ রানে পিছিয়ে আছে।