শত পর্বের ধারাবাহিকে সুষমা-মিহি

হিমু আকরামের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় আরটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘শান্তি মলম ১০ টাকা’র আর ক’দিন পরেই পাঁচশত’তম পর্বের প্রচার হবে। দর্শকের কাছে দারুণ গ্রহনযোগ্যতা পাওয়া এই ধারাবাহিকের ফুলকলি ও সুইটি চরিত্রে অভিনয় করছেন গুনী নন্দিত অভিনেত্রী সুষমা সরকার ও এই প্রজন্মের দর্শকপ্রিয় মিষ্টি হাসির অভিনেত্রী ফারজানা আহসান মিহি।

গত ৯ জুলাই রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে দু’জনই এই ধারাবাহিকের শুটিং-এ অংশ নিয়েছেন। এছাড়াও অন্যান্য নিয়মিত শিল্পীরাও এই ধারাবাহিকের শুটিং-এ অংশ নিয়েছেন। সুষমা জানান ফুলকলি চরিত্রটি ঠিক এমন যে, তার আগে বিয়ে হয়েছিলো একবার। এরপর তার দেখা হয় টিংকুর ( আরফান আহমেদ) সঙ্গে। তার সঙ্গে বিয়ে হয়। এগিয়ে যায় তার চরিত্র।

সুষমা সরকার বলেন,‘ ঠিক কতোতম পর্ব থেকে আমি শান্তি মলম ১০ টাকা ধারাবাহিকে অভিনয় করছি, তা মনে নেই। তবে হিমু আকরামের পরিচালনায় এবারই প্রথম আমি কাজ করছি। এরইমধ্যে আমি তিনটি লটের শুটিং-এ অংশ নিয়েছি। হিমু আকরাম অনেক যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। তিন ক্যামেরায় শুটিং হয়। অনেক মজা করতে করতেই কাজ শেষ হয়ে যায়। প্রত্যেকেই যার যার চরিত্রে ভীষণ সিরিয়াস থেকেই কাজ করেন। শান্তি মলম ১০ টাকা, এই সময়ের বলা যায় অনেক জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক। তাছাড়া আরটিভির একটা আলাদা দর্শকপ্রিয়তাতো রয়েছেই। সবমিলিয়ে আমার কাছে এই ধারাবাহিকে কাজ করতে খুবই ভালোলেগেছে। আর মিহি অভিনয়ে নতুন, ভালো করার চেষ্টা তার মাঝে আছে। অভিনয়ে বেশ সিরিয়াসও সে। আশা করা যায় ভবিষ্যতে অনেক ভালো করবে। মিহির জন্য শুভ কামনা রইলো।’

এদিকে সুষমা গতকাল থেকে মানিকগঞ্জে একটি নতুন ধারাবাহিকের শুটিং করছেন, জুয়েলের পরিচালনায়। নতুন এই ধারাবাহিকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বলে জানান তিনি। সুষমা জানান, আবু শাহেদ ইমনের সঙ্গে নতুন একটি সিনেমাতে কাজ করা নিয়ে কথা চলছে। চুড়ান্ত না হওয়া পর্যন্ত তিনি কিছুই জানাতে পারছেন না আপাতত। এছাড়াও সুষমা অভিনীত ‘পেয়ারার সুবাস’,‘ সবুজ পাখি’, ‘গাঙকুমারি’ সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এই তিনটি সিনেমা কবে নাগাদ মুক্তি পাবে তার কোনো নির্দিষ্ট তারিখ এখনো চুড়ান্ত হয়নি। তাই এই তিনটি সিনেমা নিয়েও সুষমা তেমন কিছু বলতে আগ্রহী নন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × two =