শামীমের লড়াই ম্লান করে সিলেটের টানা দ্বিতীয় জয়

ঢাকা ক্যাপিটালসের ব্যাটার শামীম হোসেনের দুর্দান্ত লড়াই ম্লান করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে সিলেট টাইটান্স। লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ সিলেট ৬ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। খবর বাসস

৪৩ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেও ঢাকাকে হারের লজ্জা থেকে রক্ষা করতে পারেনি শামীম। ২৪ বলে অপরাজিত ৫০ রান ও ৩ উইকেট নিয়ে সিলেটের জয়ে বড় অবদান রাখেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমারজাই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানের মধ্যে ২ উইকেট হারায় সিলেট। রনি তালুকদার ১১ ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৬ রানে আউট হন।

তৃতীয় উইকেটে ৫৪ বলে ৬৪ রান যোগ করে সিলেটকে ভাল অবস্থায় নেন সাইম আইয়ুব ও পারভেজ হোসেন ইমন। ৬ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন সাইম ও ইমন। ৩৪ বলে সাইম ২৯ এবং ৩২ বলে ৪৪ রান করেন ইমন। ৯২ রানে চতুর্থ উইকেট হারায় সিলেট। পাঁচ নম্বরে নেমে ১৩ রানের বেশি করতে পারেননি আফিফ হোসেন।

এরপর ব্যাট হাতে ঝড় তুলেন ওমারজাই ও ইথান ব্রুকস। ষষ্ঠ উইকেটে তাদের ২০ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় সিলেট।

ইনিংসের শেষ বলে চার মেরে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান ওমারজাই। ২৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ২টি চারে ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন ব্রুকস।

ঢাকার সালমান মির্জা ২টি, তাসকিন আহমেদ-মোহাম্মদ সাইফুদ্দিন ও সাইফ হাসান ১টি করে উইকেট নেন।

১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে সিলেট টাইটান্স বোলারদের তোপে ৪৩ রানে ৫ উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। এরমধ্যে ২ উইকেট নেন ওমারাজাই। ষষ্ঠ উইকেটে ৩১ বলে ৪৬ রানের জুটিতে উইকেট পতন ঠেকান শামিম হোসেন ও সাব্বির রহমান।

দলীয় ৮৯ রানে সাব্বিরকে শিকার করে ঢাকা ব্রেক-থ্রু এনে দেন স্পিনার নাসুম আহমেদ। এরপর ইমাদ ওয়াসিম ৮ ও সাইফুদ্দিন শূন্য হাতে ফিরলে, ২ উইকেট হাতে নিয়ে শেষ ১৮ বলে ৫৬ রান দরকার পড়ে ঢাকার। এ অবস্থায় ঢাকার হয়ে একাই লড়াই করেছেন শামীম।

১৮তম ওভারে ১ ছক্কায় ১১, ১৯তম ওভারে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান তুলেন শামীম। এতে শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ২৭ রান। পেসার মোহাম্মদ আমিরের শেষ ওভারের প্রথম পাঁচ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২০ রান তুলেন শামীম। শেষ বলে ৭ রানের প্রয়োজনে, কোন রানই নিতে পারেননি শামীম। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করে ঢাকা।

৩২ বলে টি-টোয়েন্টিতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে ৮১ রানে অপরাজিত থাকেন শামীম। তার ৪৩ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিল।

সিলেটের ওমারজাই ৪০ রানে ৩ উইকেট নেন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল সিলেট। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ঢাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × four =