শামীম জামান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বন্ধু আমরা’ সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বেস্ট জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। শুধু গোয়া নয়, পুনে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেমি ফাইনালিস্ট, নেক্সজেন ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘বন্ধু আমরা’। কিন্তু শামীম জামান দেশে আজ পর্যন্ত কাজের স্বীকৃতি পাননি। এ নিয়ে আক্ষেপ ঝরেছে এই নির্মাতার কণ্ঠে।
গত ৯ মার্চ গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করেছেন শামীম জামান। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এই নির্মাতা বলেন, ‘কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। দায়িত্ব আরও বেড়ে যায়। সবাই মিলে একটি সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য টিমের সবার প্রতি কৃতজ্ঞ আমি। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার বন্ধু মোশারফ করিম ও আখম হাসানকে।’
পুরস্কার নিয়ে আক্ষেপও কম নয় এই অভিনেতা-নির্মাতার। তিনি বলেন, ‘ক্যারিয়ারে এত ভালো ভালো কাজ করার পরও দেশে আজ পর্যন্ত কোনো পুরস্কার পাইনি। এটা ভাবতে খুব কষ্ট লাগে। অথচ যাদের চিনি না, জানি না, তারা ঠিকই আমার কাজের মূল্যায়ন করেছে। মুখ দেখে দেখে পুরস্কার দেওয়া হয়। আমরা দেখি- ঘুরেফিরে নির্দিষ্ট কিছু মানুষ প্রতি বছর পুরস্কার পাচ্ছেন। আমি মনে করি, মুখ নয়, মান দিয়ে কাজের মূল্যায়ন করা উচিত।’
রাইজিংবিডি