অভিনেত্রী শায়লা সাবির জন্মদিন আজ

২০১২ সালে চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রেখেছিলেন শায়লা সাবি। ২০১৪ সালে গীতালী হাসানের ‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমায় নায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। এরপর আকরাম খানের ‘ঘাসফুল’ এবং সাইমন তারিকের ‘ক্রাইম রোড’ ছবিতেও তিনি অভিনয় করেন। মাঝে বিয়ে ও এক বছর আগে কন্যাসন্তানের মা হন তিনি। তাই প্রায় দুই বছর ক্যামেরার বাইরে ছিলেন। আবার অভিনয়ে ফিরেছেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী শায়লা সাবি। ফিরেই কাজ করেছেন মোশাররফ করিম, তাহসান, আফরান নিশো, জোভান ও ইরফান সাজ্জাদের সঙ্গে। শায়লা সাবি বলেন, শ্রাবণী ফেরদৌসের পরিচালনায় ও ইরফান সাজ্জাদের বিপরীতে ‘অন্যরকম ভালোবাসা’ নাটক দিয়ে আবারো কাজ শুরু করলাম। এরপর মাবরুর রশীদ বান্নাহর ‘মেমোরিজ-কল্পতরুর গল্প’ নাটকে কাজ করেছি। একই নির্মাতার ‘মনিরুল সাহেবের বুয়াপ্রীতি’ নাটকেও মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে কাজ করলাম। গত সপ্তাহে ফারহান আহমেদ জোভানের বিপরীতে ‘জুতোর দোকানদার’ নামের নাটকে কাজও শেষ করেছি। সত্যি বলতে ফিরে আসার আগ পর্যন্তও বুঝিনি আমার জায়গাটি ঠিক আগের মতোই আছে। অবাক লেগেছে, দর্শকরা এখনো আমাকে মনে রেখেছেন। যে নির্মাতা, সহশিল্পীদের সঙ্গে কাজ করতাম, তারাও আগ্রহ দেখাচ্ছেন। সবমিলিয়ে বোঝার উপায় নেই আমি মাঝে প্রায় দুইবছর এ জগতের বাইরে ছিলাম। শায়লা সাবি অভিনীত ও তানিম রহমান অংশু পরিচালিত ‘আদি’ চলচ্চিত্রটি এখনো রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছবিতে তার নায়ক হিসেবে দর্শকরা এবিএম সুমনকে দেখতে পাবেন। এদিকে একটি আর্টফিল্মে কাজের প্রস্তাব পেয়েছেন শায়লা সাবি। তবে আপাতত ফিল্মে নিয়মিত হচ্ছেন না তিনি। নিজেকে প্রস্তুত করছেন। সব ঠিক থাকলে ও সময় মিললে আবারো হয়তো দর্শকরা তাকে বড় পর্দায় দেখতে পাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × four =