শাহরুখকন্যা সুহানার ছবি নিয়ে আলোচনা

অন‌্য তারকা সন্তানদের মতো শাহরুখ কন‌্যা সুহানা খানও নিজের আপডেট শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে। বলিউডের তারকা সন্তানেরা বছর জুড়েই থাকেন আলোচনায়। সোশ‌্যাল মিডিয়ায় তারা দারুণ সরব। এই মাধ‌্যমে নিত‌্যদিনের কর্মকাণ্ড ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী সুহানা রোববার তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—সুহানার পরনে লাল স্ট্র্যাপলেস লেদার ড্রেস, চুল সাধারণ পনিটেল, নিউড প্ল্যাটফর্ম হিলস সঙ্গে সাদা মেটালিক পার্স। বলার অবকাশ নেই, বন্ধুদের সঙ্গে পার্টিতে মজেছিলেন শাহরুখ কন‌্যা। নেটদুনিয়ায় এসব ছবি এখন উষ্ণতা ছড়াচ্ছে।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা করছেন সুহানা খান।

বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে।

রাইজিংবিডি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + ten =