শাহরুখ খানের জন্মদিন আজ

বলিউডের ‘কিং খান’ খ্যাত শাহরুখ খানের বিশ্বজুড়ে রয়েছে কোটি অনুসারী। আজকের দিনেই (২ নভেম্বর) পৃথিবীতে যাত্রা শুরু করেন তিনি। আজ এই কিংবদন্তির ৫৭তম জন্মদিন।

প্রতিবছর প্রিয় তারকার বিশেষ দিনটিতে তাকে একনজর দেখতে মান্নাত-এর সামনে ভিড় করেন হাজার হাজার ভক্ত। রাজকীয় প্রাসাদের বারান্দায় এসে তাদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ।

১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে নিজেকে বাদশাহর আসনে অধিষ্ঠিত করেছেন। কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা।

এ ছাড়া ২৭ বছর আগে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি আজও লাখো তরুণ-তরুণীর হৃদয়ে দোলা দেয়।

সেই কালজয়ী সিনেমাটি শাহরুখ খানের জন্মদিনে নতুন করে বড় পর্দায় মুক্তি দিচ্ছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। তার জন্মদিন উপলক্ষে গত সোমবার ও মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্টার পোস্ট করে এ ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থাটি।

একটি পোস্টের ক্যাপশনে সিনেমাটির বিখ্যাত সংলাপ টেনে লেখা হয়েছে, ‘পলট… ডিডিএলজে ফিরছে বড়পর্দায়। ভারতজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে রাজ ও সিমরানের কল্পযাত্রার সঙ্গী হোন ২ নভেম্বর।’

আরেক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের প্রিয় প্রেমের গল্প রুপালি পর্দায় ফিরে আসছে ২ নভেম্বর। শুধু ভারতীয় প্রেক্ষাগৃহে দেখুন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − six =