শিক্ষা সফরে শিখছে বাংলাদেশ 

সালেক সুফী: আসন্ন টি২০ বিশ্বকাপ ২০২২ সামনে রেখে প্রতিটি দল যখন নিজেদের কম্বিনেশন যাচাই করছে বাংলাওয়াশ ট্রাই নেশন টুর্নামেন্টে বাংলাদেশ তখন আনকোরা নবীন দলের মতো শিক্ষা মিশনে।  প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ২১ রানে পরাজয়ের পর আজ স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে ৮ উইকেটে।  বলা যায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।  অধিকাংশের মতো এই দল নিয়ে বাংলাদেশের কোনো ম্যাচ জয়ের সম্ভাবনা নেই। টিম ম্যানেজমেন্ট হয়তো নানা অজুহাত দিবেন। নিজে কষ্ট পেলেও বলবো অস্ট্রেলিয়ার মাটিতেও আমি মূল টুর্নামেন্টে কোনো ম্যাচ জয়ের সম্ভাবনা দেখি না।

ক্রাইস্টচার্চে আজ টস হেরে বাংলাদেশ নিউ জিল্যান্ডের বাহারি বোলিংয়ের বিরুদ্ধে আদৌ স্বস্তিতে ছিল না। শান্ত (৩৩), সোহান (২৫*), আফিফ (২৪), সাকিব (১৬), লিটন (১৫) কারো ব্যাটিং বড় ইনিংস গড়ার জন্য পর্যাপ্ত ছিল না। লিটন-শান্তর দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান কিছুটা স্থায়িত্ব আনলেও মিডল অর্ডার দাঁড়াতেই পারেনি। আর স্লগ ওভার গুলোতে ব্যাটিং করার মতো মারকুটে ব্যাটসম্যান বাংলাদেশে নেই সেটি সবাই জানে। কি ভেবে কোন পরিকল্পনায় ব্যাবস্থাপনা অভিজ্ঞ ব্যাটসম্যানদের অবজ্ঞা করে শিক্ষানবিস দল নিয়ে বিশ্বকাপ আসরের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ঝুঁকি নিয়েছে সেটির জবাব চাইবার কেউ নেই। ১৩৭/৮ স্বাগতিক তুখোড় দলের বিরুদ্ধে নিতান্ত অপর্যাপ্ত।  বোল্ট (২/২৫), সাউদি (২/৩৪ ), ব্রেসওয়েল (২/১৪), ইশ সোধি (২/৩১) সাঁড়াশি চতুর্মুখি আক্রমণ করে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রেখেছে।

বাংলাদেশের মামুলি স্কোর তাড়া করে জয় পেতে স্বাগতিক দলকে আদৌ বেগ পেতে হয়নি। পেস বলেন বা স্পিন বলেন কোনো বোলার কিউজদের জন্য কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারেনি। বিশেষত ডিভন কোনওয়ে (৭৫*) এবং অধিনায়ক উইলিয়ামসন (৩০) দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫ রান যোগ করে হেসে খেলে ৮ উইকেটে জিতে নেয় ম্যাচ। কোনো অজুহাত দেওয়ার নেই।  বাংলাদেশ দলের জন্য পরাজয় এখন নিয়মিত ঘটনা। কিন্তু বিসিবির ভাবভঙ্গি দেখে মনে হয় ওরা বিশ্বকাপের মতো এসবকে তামাশা মনে করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 3 =