শিল্পকলার মঞ্চে চেখভের তিন নাটক

আগামী ১০ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে রয়েছে এক টিকিটে বিশ্ববরেণ্য নাট্যকার চেখভের তিন নাটকের প্রদর্শনী। নাটক ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ নিয়ে সাজানো হয়েছে চারুনীড়মের এই প্রয়াস।চেখভকে নিয়ে তিনটি নাটকের একটি অনবদ্য সৃষ্টি দাঁড় করিয়েছেন অভিনেতা-নির্দেশক গাজী রাকায়েত।

চারুনীড়ম থিয়েটারের ব্যানারে মঞ্চে আনা হয় প্রযোজনাটি। নাটকগুলো মূলত রাশিয়ান নাট্যকার ও ছোটগল্পকার আন্তন চেখভ সম্পর্কিত। ‘আরশোলা’ লিখেছেন টেনিসি উইলিয়ামস। অনুবাদ করেছেন নিরুপ মিত্র। এ নাটকে দেখা যাবে সংগ্রামী গল্পকার ও নাট্যকার আন্তন চেখভকে। বিখ্যাত হয়ে ওঠার আগে রাশিয়ায় যিনি অনেক কাঠখড় পুড়িয়েছেন।

নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ চেখভেরই লেখা। নাটক দুটির রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ‘নানা রঙের দিন’-এ একজন শিল্পীর সামাজিক মূল্যায়ন এবং ‘শরতের মেঘ’ নাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে।

তিন নাটকে অভিনয় করছেন ড.মার্জিয়া আক্তার, আলমগীর সাগর, শাহরিয়ার মিথুন, অনন্যা হক, সুবর্ণা সাঈদ, আশিউল ইসলাম, আখন্দ জাহিদ এবং গাজী রাকায়েত।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 11 =