শিল্পকারখানায় জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইডকলের নতুনধারার অর্থায়ন সুবিধা

ইডকল হোটেল ইন্টারকন্টিনেন্টালে “শিল্পকারখানায় জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইডকলের নতুনধারার অর্থায়ন সুবিধা” শিরোনামের রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানের আয়োজন করে । জনাব মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার বক্তৃতায় তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন ।

জনাব আলমগীর মোরসেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও, ইডকল, তার স্বাগত বক্তব্যে বিভিন্ন জ্বালানি সাশ্রয়ী খাতে ঋণ  প্রদানে  ইডকল এর মুখ্য ভূমিকার কথা তুলে ধরেন । তিনি আরো বলেন জাইকা, এএফডি, জিসিএফ  থেকে প্রাপ্ত ৫৫০ মিলিয়ন ডলার ইডকল ব্যয় করবে শুধু জ্বালানি সাশ্রয়ী খাতের উন্নয়নের জন্য ।

জনাব মাইকেল সামসার, ডিরেক্টর, কেএফডব্লিউ, বাংলাদেশ এর টেক্সটাইল ও আরএমজি সেক্টরে জ্বালানি সাশ্রয়তার সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে টেক্সটাইল ও আরএমজি সেক্টরের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এবং ইডকলের গূরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন ।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 + 20 =