শিল্পী বিপ্লব বিপ্রদাসের ২য় একক চিত্র প্রদর্শনী চলছে

গত শুক্রবার আর্ট বাংলা গ্যালারিতে ‘মেট্রোপলিটন মেলোডিস’ শিরোনামে শিল্পী বিপ্লব বিপ্রদাসের ২য় একক চিত্র প্রদর্শনী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী অধ্যাপক ড. রশিদ আমিন, চেয়ারম্যান, প্রিন্টমেকিং বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

প্রদর্শনীতে শিল্পীর মোট ৪৯টি শির্পকর্ম স্থান পায়। প্রদর্শনীটি আগামী ৭ মার্চ ২০২৪ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত চলবে। এটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডিজাইনার ও গবেষক চন্দ্র শেখর সাহা এবং সভাপতিত্ব করেন প্রখ্যাত শিল্পী অধ্যাপক আনিসুজ্জামান আনিস, প্রিন্টমেকিং বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রদর্শনীটি কিউরেট করেন শিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, চেয়ারম্যান, আর্ট বাংলা ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পবোদ্ধা, শিল্প সমালোচক, শিল্পী সহ প্রচুর দর্শক সমাগম হয়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − six =