শুক্রবার থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে ‘মানুষ’

‘মানুষ’ ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে ‘মানুষ’। আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের সুবাদে জানা গেছে, মন্ত্রণালয়ের অনুমতি আগেই পাওয়া গেছে। মঙ্গলবার ‘মানুষ’ সেন্সরে জমা দেয়া হয়েছে। আজ অথবা আগামীকাল বৃহস্পতিবার সেন্সর পেলে আগামী শুক্রবার মুক্তি পাবে ছবিটি।

ভারতের সাথে একইদিনে বাংলাদেশেও ‘মানুষ’ মুক্তি দিতে চেয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে জাজকে ছবি আনার অনুমতি দেয়নি মন্ত্রণালয়। জাজ না পেলেও ছবিটি বাংলাদেশে আসছে। ভারতের সাফল্য দেশের প্রেক্ষাগৃহেও ‘মানুষ’ ধরে রাখতে পারবে বলে মনে করেন মিম।

সিনেমাটির দর্শক প্রতিক্রিয়া নিয়ে উচ্ছ্বসিত মিম বলেন, ‘ভারতের ৭ শতাধিক সিনেমাহলে মানুষ মুক্তি পেয়েছে। এটা সত্যি খুশির খবর আমার জন্য। তাছাড়া সিনেমাটি মুক্তির পর দর্শকদের দারুণ প্রতিক্রিয়া পাচ্ছি। এমন সাফল্য মানুষ টিমকে গর্বিত করছে। একজন শিল্পী হিসেবে এটাই আমার তৃপ্তির জায়গা। আমার মনে হয় এই ধারাবাহিকতা দেশের প্রেক্ষাগৃহেও থাকবে। কারণ দর্শকরা ভালো গল্প দেখতে চায়। এই সিনেমাটিতেও মানুষের গল্প রয়েছে।’

২৪ নভেম্বর পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছিল কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত ‘মানুষ’ সিনেমাটি। কলকাতায় ছবি একের পর মুক্তি পেয়ে থাকে। কিন্তু এই ছবি বাংলাদেশের দর্শকের কাছে স্পেশ্যাল। কারণ ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের মেধাবী নির্মাতা সঞ্জয় সমদ্দার। আর তাতে জিতের সঙ্গে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। ফলে ছবিটি দেখার আলাদা আগ্রহ রয়েছে এ দেশের দর্শকের।

জিতকে নিয়ে ‘মানুষ’ নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষিক্ত হয়েছেন সঞ্জয় সমদ্দার। তিনি চেয়েছিলেন, তার প্রথম ছবিটি যেন বাংলাদেশে মুক্তি পায়। বলেন, ‘অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম সিনেমা। চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন। এ সিনেমায় আমি মানুষের গল্পই বলতে চেয়েছি। তো আমার কাছে মনে হয়, যেহেতু আমি এই দেশের মানুষ, এখানকার প্রেক্ষাপটেই গল্পটা চিন্তা করেছি সেহেতু আশা করছি, ভালো সাড়াও পাবো।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + 17 =