শুটিং করতে গিয়ে আহত মিমি চক্রবর্তী

শুটিং সেটে আহত হয়েছেন ভারতের বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাঁ হাতের শাহাদাত আঙুল কেটে গেছে তার। তাতে চারটি সেলাই পড়েছে। কয়েক দিন আগে এই দুর্ঘটনার কবলে পড়েন তৃণমূলের এই সংসদ সদস্য।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে মিমি চক্রবর্তীর টিমের এক সদস্য বলেন, শুটিং সেটে প্লেট ভেঙে অভিনেত্রীর হাতে ঢুকে যায়। এরপর দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। আপাতত বিশ্রামে রয়েছেন, আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি।

মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে আহত হওয়ার খবর জানান। এসব ছবিতে দেখা যায়, বাঁ হাতের  শাহাদাত আঙুলের একাধিক স্থানে কেটে গেছে।

প্রিয় অভিনেত্রীর ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মী ও বন্ধুরা। কমেন্ট করেছেন সায়ন্তিকা ব্যানার্জি, স্বস্তিকা দত্ত, নুসরাত জাহান, পার্নো মিত্র, বিক্রম চ্যাটার্জি, দর্শনা বণিক, মৌনি রায়, শুভশ্রী গাঙ্গুলিসহ অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × four =