শুভ জন্মদিন আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানার মত উদীয়মান তারকা বর্তমানে বলিউডে আরেকজন খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। বলিউডের মত মঞ্চে যেখানে বেশিরভাগ ভালো গল্পের কাহিনী স্টারকিডরা নিয়ে যায়, সেখানে তিনি একজন আউটসাইডার হয়েও মাত্র ৮ বছরে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন একজন সফল অভিনেতা হিসেবে।

১৯৮৪ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আয়ুষ্মান খুরানা। আজ তার ৩৬তম জন্মদিন।

২০১২ সালে ‘ভিকি ডোনার’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন আয়ুষ্মান খুরানা। প্রথম ছবিতেই বাজিমাত। এতে অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কার ঘরে তোলেন তিনি।

এরপর তার অভিনীত দুই থেকে তিনটি ছবি ভালো ব্যবসা না করতে পারলেও ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দম লাগাকে হেইশা’ দিয়ে আবার আলোচনায় আসেন তিনি।

আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘শুভ মঙ্গল জেয়াদা’, ‘আর্টিকেল ১৫’, ‘বারেলি কে বারফি’ ও ‘বালা’র মতো ছবি ভক্তদের উপহার দিয়েছেন তিনি।

৮ বছরের ক্যারিয়ারে তিনি তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

চলচ্চিত্র দুনিয়ায় প্রবেশের আগে তিনি অভিনেত্রী নেহা ধুপিয়ার অনুষ্ঠান ‘রোডিস রেভোলিউশন’- জিতছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানও গান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × three =