শুরু হচ্ছে আলী যাকের নতুনের উৎসব ২০২৩

১৯৭৩ সালে সর্বপ্রথম বাংলাদেশে দর্শনীর বিনিময়ে নিয়মিত মঞ্চ নাটকের যাত্রা শুরু করেছিল ‘নাগরিক নাট্য সম্প্রদায়’। সৃজনশীলতার ধারাবাহিকতায় নাগরিক উদ্যোগ নেয় আর্থিক প্রণোদনার মাধ্যমে নতুন নতুন নাটক মঞ্চায়নের। ২০১৯ সালে নাট্যদলটি এই নতুন ধারা যুক্ত করে প্রথমবারের মতো আয়োজন করে ‘নতুনের নাট্যোৎসব’। এবারও প্রণোদনা প্রদানের মাধ্যমে ৫টি দলের ৫টি নতুন নাটক নিয়ে নতুনের নাট্যোৎসব যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।

৫টি নাট্যদল, ৫ জন নির্দেশকের ৫টি নতুন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ৬ দিনব্যাপী ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’ শিরোনামে নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে। এবারের উৎসবে প্রণোদনাপ্রাপ্ত ৫টি নাটক হচ্ছে, শুভাশিস সিনহা নির্দেশিত হৃৎমঞ্চ রেপারটরি প্রযোজনা ‘রিমান্ড’, অলোক বসু নির্দেশিত থিয়েটার ফ্যাক্টরির ‘দ্য রেসপেক্টফুল প্রস্টিটিটিউট’, মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলার ‘সখী রঙ্গমালা’, বাকার বকুল নির্দেশিত তাড়–য়া’র ‘আদম সুরত’ এবং আজাদ আবুল কালাম নির্দেশিত প্রাচ্যনাটের ‘অচলায়তন’। এই ৫টি নাটক নির্বাচনে নাগরিক নাট্য সম্প্রদায়ের জ্যেষ্ঠ সদস্যদের সাথে জুরি বোর্ডে ছিলেন আব্দুস সেলিম, মাসুম রেজা ও সুদীপ চক্রবর্তী।

২০১৮ সালে নাগরিক নাট্য সম্প্রদায় উদযাপন করে প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশে দর্শনীর বিনিময়ে নিয়মিত মঞ্চ নাটক প্রদর্শনীর ৪৫ বছর। উক্ত আয়োজনে বাংলাদেশের নাট্যচর্চায় অনন্য ভূমিকার জন্য মঞ্চনাটকের ৪ জন নাট্যজনের নামে সম্মাননা পদক প্রবর্তনের ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী, ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’ আয়োজনের উদ্বোধনী দিন ২১ জানুয়ারি বাংলাদেশের নাট্যাঙ্গণের ৪ জন ব্যক্তিকে নাগরিক নাট্য সম্প্রদায় এই সম্মাননা প্রদান করবে। সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার, খালেদ খান ও আলী যাকের; এই চার গুণীজনের বিশেষ অবদান স্মরণে প্রথমবারের মতো এ বছর থেকে নাগরিক নাট্য সম্প্রদায় সম্মাননা পদক প্রদান করবে।

ইউনিলিভার বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩ এর আয়োজনের সহযোগিতায় আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ২১ জানুয়ারি সন্ধ্যা ৬.৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৬ দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলী যাকের নতুনের উৎসব ২০২৩ এর আহবায়ক সারা যাকের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 2 =