শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘আত্মজয়’

আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নতুন নাটক নিয়ে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটার। নাটকের নাম ‘আত্মজয়’। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। আগামীকাল একই স্থান ও সময়ে হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী।

সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, শিক্ষা ও পেশাগত ব্যর্থতা, আর্থিক সংকট এবং পারিবারিক মতানৈক্য—এসব কারণ মানসিক চাপকে তীব্র করে। একে অপরের পাশে দাঁড়িয়ে মানসিক সহায়তার মাধ্যমে আত্মহত্যার প্রবণতা রোধ করা সম্ভব। এমন বার্তা নিয়ে রচিত হয়েছে আত্মজয়। লিখেছেন মোমেনা চৌধুরী। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।

দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা মোমেনা চৌধুরী এই প্রথম মঞ্চের জন্য কোনো নাটক লিখেছেন। মোমেনা চৌধুরী বলেন, ‘লেখালেখির সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। তবে নাট্য রচনার পথে এগিয়ে চলার সাহস পেয়েছি নাট্যকার মান্নান হীরার অনুপ্রেরণায়। আমি সব সময় সমাজের সমসাময়িক ও জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করতে পছন্দ করি। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে। মানসিক চাপ, পারিবারিক ও সামাজিক বিচ্ছিন্নতা, প্রতিযোগিতার অসুস্থ সংস্কৃতি—সব মিলিয়ে অনেকেই একাকিত্বে নিমজ্জিত হচ্ছে, হারিয়ে ফেলছে বেঁচে থাকার ইচ্ছা। আমরা কি সত্যিই কিছু করতে পারি না? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আত্মজয় রচনার প্রয়াস।’

নির্দেশক শামীম সাগর বলেন, ‘আত্মহত্যার প্রবণতা একটি জটিল সামাজিক ও মানসিক বিষয়, যা বিভিন্ন সমাজ ও দর্শনে ভিন্নভাবে বিবেচিত হয়েছে। আধুনিক মনোবিজ্ঞানের মতে, এটি একটি সাময়িক সংকট, যা প্রতিরোধযোগ্য। সাংস্কৃতিক মাধ্যমে সচেতনতা তৈরি করে আমরা এ ধরনের সংকট মোকাবিলার পথ দেখাতে পারি এবং সেই চেষ্টা রয়েছে আত্মজয় নাটকে।’

নাটকটিতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, তাহমিনা সুলতানা মৌ, মুনিরা অবনী, রাফিউল রকি ও তানভীর সানি। আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় প্রাণ রায় এবং সংগীত পরিকল্পনায় নির্ঝর চৌধুরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two + three =