কবি, গল্পকার ও প্রাবন্ধিক শেখ আতাউর রহমান এবং কবি, কথাশিল্পী ও প্রাবন্ধিক জুলফিকার মতিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অ্যালামনাই কলাবিদ পুরস্কারের জন্য যৌথভাবে মনোনীত হয়েছেন।
গত ৪ ডিসেম্বর ২০২৫ এ সংক্রান্ত বাংলা বিভাগ অ্যালামনাইয়ের কলাবিদ পদক মনোনয়ন সংক্রান্ত উপকমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির সদস্যগণ ছিলেন জামিল রায়হান, আপেল আবদুল্লাহ, প্রফেসর শহীদ ইকবাল, মাসুমা খাতুন ও বাংলা বিভাগের সভাপতি সৌভিক রেজা।
উল্লেখ্য, বাংলা বিভাগ অ্যালামনাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৬ সাল থেকে দু’বছর পর পর সম্মিলন উৎসবে এ কলাবিদ পুরস্কার প্রদান করে আসছে। জ্যেষ্ঠতা অনুযায়ী বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতিদের নামে এ পুরস্কার প্রদান করা হয়। এ ধারাবাহিকতায় এবারের পুরস্কারের নাম “কাজী আব্দুল মান্নান : বাংলা বিভাগ অ্যালামনাই কলাবিদ পুরস্কার।”
এ পুরস্কারে ২৫,০০০ টাকা নগদ অর্থ, উত্তরীয়, ক্রেস্ট ও পদক এবং সম্মাননাপত্র প্রদান করা হয়ে থাকে। এবারের পুরস্কার আগামী ২০ ডিসেম্বর ২০২৫ সম্মিলন উৎসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
উল্লেখ্য, কবি আতাউর রহমান, কবি মহাদেব সাহা, কবি আবু বকর সিদ্দিক, যতীন সরকার, খোন্দকার সিরাজুল হক, কবি আসাদুজ্জামান, প্রফেসর ড. আবদুল খালেক (ফোকলোরবিদ) এ পুরস্কার পেয়েছেন।