শেখ রাসেলকে নিয়ে সিঁথির গান

এবার বঙ্গবন্ধুপুত্র শেখ রাসেলকে নিয়ে গাইলেন অবন্তী সিঁথি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতাকে নিয়েও গান গেয়েছেন তিনি।  গানের শিরোনাম ‘ভোরের আকাশ’। লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীতায়োজনে সুমন কল্যাণ। রবিবার (১৬ অক্টোবর) মগবাজারের ডি স্টেশন স্টুডিওতে গানটির কণ্ঠধারণ সম্পন্ন হয়েছে। গানটি তৈরি করা হয়েছে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে। এর কথাগুলো এমন- তোমার হাসিতে পৃথিবী হাসে দুঃখ মুছে যায়/ তোমার চোখে স্বপ্ন আগামীর শিশুরা দেখতে পায়।’

গানটি নিয়ে গীতিকার সুজন হাজংয়ের বলেন, ‘শেখ রাসেল আমাদের কাছে আবেগ ও ভালোবাসার নাম। শিশুরা যেন আনন্দে বাঁচে, একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখে, এটিই আমাদের প্রার্থনা। গানটিতে শিশুদের কাছে রাসেলকে ভোরের আকাশ হিসেবে উপস্থাপন করেছি। আমার বিশ্বাস এই ভোরের আকাশ দেখেই একদিন শিশুরা পৃথিবীর আলোয় বেড়ে উঠবে।’

গায়িকা অবন্তী সিঁথির ভাষ্য, ‘শেখ রাসেলকে নিয়ে প্রথম গাইলাম। চমৎকার কথা-সুরের গান। আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে কণ্ঠ দিয়েছি। আশা করি গানটি সবাই খুব সহজে গাইতে পারবে।’ সংগীত পরিচালক সুমন কল্যাণ জানান, ‘শেখ রাসেলের হাস্যোজ্জ্বল মুখচ্ছবি যেন আমরা প্রতিটি শিশুর মাঝে দেখতে পাই। এই গানটি সেই লক্ষ্যেই তৈরি করা।’ মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + twelve =