শেষ হচ্ছে শিরীন শিলা’র ‘দ্য রাইটার’

গুণী চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানার পরিচালনায় কিছুদিন আগেই এই প্রজন্মের দর্শকপ্রিয় নায়িকা শিরীন শিলা শুরু করেছিলেন ‘দ্য রাইটার’ সিনেমার কাজ। এই সিনেমায় শিরীন শিলা’কে একজন পুলিশ অফিসারের ভ‚মিকায় অভিনয় করতে দেখা যাবে। সিনেমাতে তার চরিত্রের নামও শিলা। এরইমধ্যে অপূর্ব রানা জানান, আজ থেকে কুমিল­াতে ও কাপ্তাইতে দু’টি গানের শুটিং-এর মধ্যদিয়ে ‘দ্য রাইটার’ সিনেমার কাজ শেষ হবে। শিরীন শিলা, এর আগে অপূর্ব রানার ‘দরদ’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই সিনেমাটির কাজ আর শেষ হয়নি। সেদিক বিবেচনায় অপূর্ব রানার পরিচালনায় ‘দ্য রাইটার’ সিনেমাই শিরীন শিলার প্রথম পরিপূর্ণ কাজ। অপূর্ব রানা বলেন, ‘শিরীন শিলা তার অভিনীত চরিত্রে এক কথায় দারুণ অভিনয় করেছে। কাজের প্রতি তার একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি এই সিনেমাটি মুক্তি পেলে তার অভিনীত চরিত্রটি দর্শককে মুগ্ধ করবে।’


শিরীন শিলা বলেন, ‘অপূর্ব রানা ভাইয়ার নির্দেশনায় এর আগে দরদ নামের একটি সিনেমা শুরু করেছিলাম। কিন্তু শেষ হয়নি। দরদ না হোক দ্য রাইটার-অবশেষে শেষের পথে। আজ থেকে দু’টি গানের শুটিং-এর মধ্যদিয়ে শেষ লটের কাজ শেষ হবে। এরপর এর অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি নেয়া হবে। দ্য রাইটার-সিনেমার গল্প আমার কাছে ভীষণ ভালোলেগেছে। শ্রদ্ধেয় এ এইচ এম এনামুল হক ভাই এক কথায় অসাধারণ গল্প লিখেছেন। আমি আমার চরিত্রে যতোটা মনোযোগ দিয়ে অভিনয় করা যায় সেই চেষ্টাটাই করেছি। আশা করছি সব মিলিয়ে দ্য রাইটার এই সময়ের উপযোগী একটি সিনেমা হিসেবেই দর্শকের সামনে তুলে ধরা হবে। অপূর্ব রানা ভাইয়া’সহ পুরো ইউনিটের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি।’
শিরীন শিলা জানান, গানের কোরিওগ্রাফি করবেন হাবিব। এদিকে শিরীন শিলা গেলো বৃহস্পতিবার নন্দন পার্ক’এর একটি স্টেজ শো’তে পারফর্ম করেছেন। গেলো ঈদে মুক্তি পাওয়ার কথা ছিলো মনতাজুর রহমান আকবর পরিচালিত শিলা অভিনীত ‘জিম্মী’ সিনেমাটি। কিন্তু ‘প্রিয়তমা’, ‘প্রহেলিকা’, ‘সুড়ঙ্গ’, ‘ক্যাসিনো’ ও ‘লাল শাড়ি’র কারণে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি মুক্তি দেয়া থেকে বিরত থাকে। শিরীন শিলা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘ঘর ভাঙ্গা ঘর’, ‘ডাইরেক্ট অ্যাটাক’, ‘নদীর জলে শাপলা ভাসে’, ‘২৪.৩ এর রাত’ সিনেমাগুলো।
ছবি: আলিফ রিফাত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty + 19 =