শেষ হলো ‘জান্নাত’ টেলিফিল্মের দৃৃশ্যধারণ

বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম থেকে নির্মাণাধীন টেলিফিল্ম ‘জান্নাত’ এর দৃশ্যধারণ শেষ হয়েছে। গত শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীর ফতেহবাদের নন্দিরহাটে টেলিফিল্মটির শেষ লটের শুটিং সম্পন্ন হয়। এর আগে গত অক্টোবরে এর দৃশ্যধারণ শুরু হয়েছিল। টেলিফিল্মটির পোস্ট প্রডাকশনের কাজও প্রায় শেষ পর্যায়ে। আ-কার ই-কার ফিল্মের ব্যানারে ইতিমধ্যে এর পোস্টারও প্রকাশ হয়েছে।

বাল্য বিয়ের ফলে জান্নাত নামের এক কিশোরীর জীবনের করুণ পরিণতি, বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, বাল্য বিয়ের কারণে অন্য কোন কিশোরীর জীবন যেন শেষ না হয়, ইত্যাদি বিষয়গুলো এ টেলিফিল্মে দেখানো হয়েছে। পাশাপাশি, চট্টগ্রামের গ্রামীণ জীবনের নানা পটভূমি এতে দেখানো হবে।

আহমেদ কামাল আফতাবের রচনায় টেলিফিল্মটি পরিচালনা ও সম্পাদনা করছেন আশরাফুল করিম সৌরভ। চিত্রধারণে প্রান্ত শর্মা। সহকারী পরিচালনায় নাসরিন আক্তার, আহমেদ কামাল আফতাব ও সৌরভ পাল, আলোক প্রক্ষেপণ পারভেজ চৌধুরী, প্রোডাকশন অ্যাসিসট্যান্ট মোহাম্মদ আলী, মেকাপ প্রয়াত শাহীনূর সরোয়ার ও বীনা চৌধুরী।

জান্নাতে দুইটি গান থাকবে। গান লিখেছেন শাহীন চৌধুরী, মিউজিক কম্পোজ আরকে জুয়েল, কণ্ঠ দিয়েছেন আরিফুন নেছা সিদ্দীকা ও তাসনুভা। পোশাক পরিকল্পনায় নাসরিন আক্তার।

টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত শাহীনূর সরোয়ার, সাবিরা সুলতানা বীনা, শামীম আহমেদ, শেখ আনিস মনজুর, তৌহিদ হাসান ইকবাল, ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপায়ন বড়ুয়া, রমিতা ভৌমিক, নাসরিন হীরা, বিপ্লব ভট্টাচার্য্য, তাসনুভা শাওরিন, মোশারফ ভূঁইয়া পলাশ, বাপ্পী হায়দার, মামুন খান রাহী, আশিক আরেফিন, বিকিরণ বড়ুয়া, মিরাজ, বনানী শেখর রুদ্র, ফরহাদ শাহরুখ, বীনা দাশগুপ্তা, বড়ুয়া সীমান্ত, মুরাদ হাসান, জান্নাতুল পিংকি, মান্নান হিমেল, জোয়েনা আফসানা, আব্দুল্লাহ চিশতী, সালমা আক্তার, মোহাম্মদ ফোরকান, এঞ্জেলা, আরাফ, সানজারা, প্রাচী, মালিহা, ইলমা, অসমী, সুহিতা, পূর্ণিমা, জেমিমা, ইতি, ইয়াসমিন, সুমাইয়া, সাফিয়া, ফারজানা, নীলুফা ইয়াসমিন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 + 20 =