শোক দিবসে ইমদাদুল হক মিলনের গল্প নিয়ে মঞ্চনাটক

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আলোচিত গল্প ‘নেতা যে রাতে নিহত হলেন’। জাতীয় শোক দিবস উপলক্ষে গল্পটি মঞ্চে নিয়ে আসছে নাট্যদল এথিক। এটি দলের ১২তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রেজানুর রহমান। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।

নির্দেশক রেজানুর রহমান বলেন, ‘আমার জানা মতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ রকম গল্প বাংলা ভাষায় আর কেউ লেখেননি। একজন মহান নেতাকে দেশের অতি সামান্য এক মানুষ কতটা হৃদয় দিয়ে ভালোবাসতে পারে, এই গল্পে তা প্রকাশ পেয়েছে।’

নাটকের কেন্দ্রীয় চরিত্র রতন মাঝির ভূমিকায় অভিনয় করেছেন সুকর্ণ হাসান। আরও রয়েছেন মনি কানচন, মিন্টু সর্দার, রিজভী আহমেদ, আজিম উদ্দীন, মনিরুল হক, তরিকুল রিমন, এসপি খান শাওন, রেজিনা রুনি, অপ্সরা ও রুবেল। সেট ডিজাইনার ফজলে রাব্বি সুকর্ণ, লাইট ডিজাইনে অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি এবং আবহসংগীত করেছেন অসীম কুমার নট্ট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × two =