‘এনার্জি এন্ড পাওয়ার’ সম্পাদকের মাতা মারা গেছেন

সিনিয়র সাংবাদিক ও এনার্জি এন্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের মাতা আয়শা খানম (৮৪) রাজশাহীর বাগমারার বৈলসিংহ গ্রামের নিজ বাড়িতে আজ সোমবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১ বছর আগে তিনি স্ট্রোক করার পর থেকেই অসুস্থ ছিলেন।

 

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উনার নামাজে জানাজা ১৩ ডিসেম্বর বাগমারার বৈলসিংহ পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হবে। মোল্লাহ আমজাদ হোসেন তার আম্মার জন্য সকলের দোয়া চেয়েছেন।

মোল্লাহ আমজাদ হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মঈনুল আহসান সোহেল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, এডিটরস গিল্ড’র সভাপতি মোজাম্মেল হক বাবু ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 2 =