ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মহব্বত আলী খান, বার্ধক্যজনিত কারণে আজ মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, ১ কন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আসর আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ মসজিদে নামাযের জানাজা শেষে আজিমপুর করবস্থানে দাফন করা হবে। তার পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। উল্লেখ্য, তার বড় ছেলে তারিকুল ইসলাম খান পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।
মো. মহব্বত আলী খানের মৃত্যুতে এফইআরবি এবং এনার্জি এন্ড পাওয়ার ম্যাগাজিন ও রঙবেরঙ পত্রিকা শোক প্রকাশ করেছে।