টান টান উত্তেজনার ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে মেহেদি মিরাজের দল।
সিরিজের প্রথম ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে হঠাৎ ধস নামে টাইগার ব্যাটিং লাইনআপে। সেখান থেকে আর ফিরতে পারেনি মেহেদি হাসান মিরাজের দল।
শনিবার (৫ জুলাই) কলম্বোতে লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা। তবে মিডল অর্ডারে ধস নামে। এরপর আর ফিরতে পারেনি লঙ্কানরা।
কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।
সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৪৮.৫ ওভারে ২৩২/১০ (আসিথা ৩*; নিসাঙ্কা ৫, মাদুশকা ১৭, কুশল ৫৬, আসালাঙ্কা ৬, কামিন্দু ৩৩, ভেল্লালাগে ১, হাসারাঙ্গা ১৩, থিকশানা ২, লিয়ানাগে ৭৮, চামিরা ১৩)
বাংলাদেশ ৪৫.৫ ওভারে ২৪৮/১০ (তানজিম ৩৩*; তানজিদ ৭, শান্ত ১৪, ইমন ৬৭, মিরাজ ৯, শামীম ২২, জাকের ২৪, হৃদয় ৫১, হাসান ০, তানভীর ৪, মোস্তাফিজ ০)